X

প্রথম পাকিস্তানি নারী হিসেবে অনন্য কীর্তি শেহেরবানোর

মর্যাদাপূর্ণ এশিয়া সোসাইটি ২১ নেক্সট জেনারেশন ফেলোশিপের জন্য নির্বাচিত হয়েছেন পাকিস্তানের সহকারী পুলিশ সুপার (এএসপি) শেহেরবানো নাকভি। তিনি পাকিস্তানের ইতিহাসে এই সম্মান অর্জনকারী প্রথম নারী পুলিশ অফিসার।রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিও নিউজ। পাঞ্জাব পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, সমাজের দুর্বল গোষ্ঠীগুলোকে রক্ষা করার প্রচেষ্টা এবং পদ্ধতিগত পরিবর্তনের প্রতি প্রতিশ্রুতির স্বীকৃতিস্বরূপ এএসপি নাকভিকে ২০২৫ সালের এই ফেলোশিপে নির্বাচিত করা হয়েছে।পাঞ্জাবের ইন্সপেক্টর জেনারেল ড. উসমান আনোয়ার এই কর্মকর্তাকে অভিনন্দন জানিয়ে এটিকে দেশের জন্য গর্বের বিষয় বলে অভিহিত করেছেন। তিনি এক বিবৃতিতে বলেন, “এটি গর্বের বিষয় যে পাঞ্জাব পুলিশ অফিসারদের কর্মক্ষমতা আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পাচ্ছে।”

এশিয়া ২১ নেক্সট জেনারেশন ফেলোশিপ আগামী ৫ থেকে ৭ ডিসেম্বর ফিলিপাইনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে ২৭টি দেশের ৩০ জন বিশিষ্ট ব্যক্তিকে স্বীকৃতি দেওয়া হবে। ২০২৩ সালে লাহোরের আছড়া মার্কেটে এক নারীকে হিংস্র জনতার হাত থেকে বাঁচানোর সাহসী কাজের জন্য এএসপি নাকভি খ্যাতি অর্জন করেন। এটি এমন একটি ঘটনা যা পুলিশ বাহিনীতে সাহসিকতার প্রতীক হিসেবে তাকে ব্যাপকভাবে পরিচিতি এনে দেয়।সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানি নারী পুলিশ অফিসারদের অর্জিত একাধিক আন্তর্জাতিক সম্মাননার ধারাবাহিকতায় এই কৃতিত্ব অর্জন করলেন এএসপি নাকভি। এর আগে চলতি বছরের মার্চে সারগোধা সিটি থানার পুলিশ অফিসার আনুম খান মুহাম্মদ শের দুবাইতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড পুলিশ সামিটে দুটি হাই-প্রোফাইল খুনের মামলার নেতৃত্ব এবং সমাধানের জন্য এক্সিলেন্স ইন ক্রিমিনাল ইনভেস্টিগেশন অ্যাওয়ার্ড জিতেছিলেন।এছাড়া ২০২৪ সালের অক্টোবরে, রাওয়ালপিন্ডির প্রধান ট্রাফিক অফিসার এসপি বিনিশ ফাতিমা আইন প্রয়োগকারী সংস্থার প্রতি তার নেতৃত্ব এবং সেবার স্বীকৃতিস্বরূপ বোস্টনে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ চিফস অফ পুলিশ কর্তৃক আইএসিপি ৪০ আন্ডার ৪০ অ্যাওয়ার্ড পেয়েছিলেন। 

 

সূত্র: জিও নিউজ

Md Abu Bakar Siddique:
X

Headline

You can control the ways in which we improve and personalize your experience. Please choose whether you wish to allow the following:

Privacy Settings