পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ৩রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

প্রিয়া সরোজকেই বিয়ে করছেন রিংকু সিং

Md Abu Bakar Siddique
জুন ৩, ২০২৫ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!

ভারতীয় ক্রিকেটার রিংকু সিং বিয়ে করতে যাচ্ছেন রাজনীতিতে নবাগত এবং বর্তমানে ভারতের সবচেয়ে কম বয়সী নারী সাংসদ প্রিয়া সরোজকে। ২৬ বছর বয়সী প্রিয়া সমাজবাদী পার্টির হয়ে উত্তর প্রদেশের মাছলিশহর আসন থেকে লোকসভার সদস্য নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, রিংকু সিং ভারতের টি-টোয়েন্টি দলের ব্যাটসম্যান ও আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলে থাকেন।

চলতি বছরের জানুয়ারিতে তাঁদের সম্পর্কের খবর সামনে আসে। শুরুতে বিষয়টি ছিল পারিবারিক আলোচনার মধ্যে সীমাবদ্ধ, তবে এখন দুই পরিবারই সম্পর্কটি মেনে নিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, আগামী ৮ জুন লক্ষ্ণৌর একটি সাত তারকা হোটেলে তাঁদের বাগদান সম্পন্ন হবে। আর বিয়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে ১৮ নভেম্বর, বেনারসে।

প্রেম নয়, পারিবারিক পরিচয়ের মাধ্যমেই রিংকু ও প্রিয়ার বন্ধুত্ব গড়ে ওঠে। প্রিয়ার বাবার এক বন্ধু, যিনি একজন সাবেক ক্রিকেটার, তাঁর মাধ্যমেই রিংকুর সঙ্গে প্রিয়ার পরিচয় হয়। এক বছরের বেশি সময় ধরে চলা এই বন্ধুত্বের পরিণতিতেই আসছে এই বিয়ে।

অন্যদিকে, ক্রিকেট মাঠে রিংকু সর্বশেষ জাতীয় দলে খেলেছেন ফেব্রুয়ারিতে, ইংল্যান্ডের বিপক্ষে। কলকাতা নাইট রাইডার্সের হয়ে তিনি আইপিএলে ১৫৩.৭৩ স্ট্রাইক রেটে ২০৬ রান করেন, চারবার অপরাজিত ছিলেন।

প্রিয়া সরোজের রাজনৈতিক উত্থানও উল্লেখযোগ্য। মাত্র এক বছর আগে রাজনীতিতে আসা প্রিয়া গত নির্বাচনে বিজেপির এক প্রবীণ নেতাকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি দিল্লির এয়ারফোর্স গোল্ডেন জুবিলি ইনস্টিটিউট থেকে পড়াশোনা শেষ করে নয়ড়ার অমিটি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন এবং পরে ভারতের সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।