X

প্লে স্টোরে থাকা ক্ষতিকর অ্যাপ চেনার উপায়

মাঝে মাঝেই শোনা যায় প্লে স্টোর ক্ষতিকর অ্যাপ সরিয়ে নিয়েছে। এই সংখ্যা কিন্তু নেহাত কম নয়। হাজার হাজার এমন অ্যাপ সরিয়ে নিচ্ছে প্রতিনিয়ত গুগল। ব্যবহারকারীদের নিরাপত্তার জন্যই এই কাজ করে গুগল।গুগলের প্লে স্টোরে রয়েছে লাখ লাখ অ্যাপ। যখন যা প্রয়োজন ডাউনলোড করে নিতে পারছেন। তবে এই প্লে স্টোরেও রয়েছে ক্ষতিকর অ্যাপ। যা একেবারে আসল অ্যাপের মতোই দেখতে। হ্যাকরা এসব অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের ফোনের বিভিন্ন ডাটা চুরি করে। কিন্তু প্রশ্ন হচ্ছে লাখ লাখ অ্যাপের মধ্যে ক্ষতিকর বা ভুয়া অ্যাপ আপনি চিনবেন কীভাবে? এর কয়েকটি উপায় আছে। যেগুলো খেয়াল রাখলে আপনি এসব অ্যাপ সহজেই চিনতে পারবেন-

১। নতুন অ্যাপ ডাউনলোড করার আগে দেখতে হবে, অ্যাপটির উৎস কী। অর্থাৎ ডেভেলপারের নাম, তৈরির সময়, কী কী ফিচার রয়েছে। অ্যাপের বিবরণ, বিশেষ করে ভাষা এবং বানানে যদি কোনো অসঙ্গতি বা ভুল থাকে, তাহলে সেটি একটি সতর্ক সঙ্কেত হতে পারে।

২। ব্যবহারকারীরা কী মতামত দিচ্ছেন। অ্যাপের রিভিউ এবং রেটিংগুলো মনোযোগ দিয়ে পড়ুন। যদি অধিকাংশ রিভিউ নেতিবাচক হয় বা একই ধরনের ভাষা ব্যবহার করে লেখা হয়, তাহলে সেটি নকল বা ক্ষতিকারক অ্যাপ হতে পারে।

৩। অ্যাপটি ইনস্টল করার সময়ে যদি আপনার ফোনের অডিও, ভিডিও, ক্যামেরা, লোকেশন, ব্যক্তিগত তথ্যের অনুমতি চায়, ইনস্টল করবেন না। যদি কোনো অ্যাপ ফ্রি বা আনলিমিটেড ইত্যাদি অতিরিক্ত বৈশিষ্ট্যর প্রতিশ্রুতি দেয়, তাহলে সতর্ক থাকুন। এই ধরনের প্রতিশ্রুতি প্রায়শই প্রতারণার অংশ হয়।

৪। গুগল প্লে প্রোটেক্টর ব্যবহার করতে পারেন। এটি একটি বিল্টইন সুরক্ষা ব্যবস্থা, যা ক্ষতিকারক অ্যাপ শনাক্ত করতে সাহায্য করে। অ্যাপ ডাউনলোড করার আগেই অ্যাপগুলো স্ক্যান করে আপনাকে সতর্ক করতে পারবে এটি।

Md Abu Bakar Siddique:
X

Headline

You can control the ways in which we improve and personalize your experience. Please choose whether you wish to allow the following:

Privacy Settings