X

ফরিদপুরে এনসিপির পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার

ফরিদপুরে এনসিপির পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার

ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রাকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। মোতায়েন করা হয়েছে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী।

গোপালগঞ্জে দলটির পদযাত্রা ঘিরে সৃষ্ট সহিংস পরিস্থিতি মাথায় রেখে ফরিদপুরে কঠোর নিরাপত্তা নিশ্চিতের প্রচেষ্টায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও এখনও আনুষ্ঠিকভাবে তা শুরু হয়নি। তবে সকাল থেকেই সেখানে নেতাকর্মীরা অবস্থান করছেন। এই মঞ্চে বক্তব্য রাখবেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এতে সভাপতিত্ব করবেন এনসিপির কেন্দ্রীয় সদস্য ফরিদপুরের প্রধান সমন্বয়কারী সৈয়দা নীলিমা দোলা।

পদযাত্রায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসাইন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, কেন্দ্রীয় নেতা সামান্তা শারমিন, ডা. তাসনিম জারা ও নাহিদা সারোয়ার নিভা প্রমুখ রাখবেন। তাঁদের বহরে সাথে ১৬০ জন নেতাকর্মী উপস্থিত থাকবেন।

পদযাত্রা ঘিরে শহরের বিভিন্নস্থানে পুলিশ, র‍্যাব, কোস্টগার্ড ও সেনাবাহিনীকে সাজোয়া যান নিয়ে টহল দিতে দেখা গেছে। এছাড়া মোড়ে মোড়ে পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা যায়। ৫ শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।

এ ব্যাপারে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, এনসিপির পদযাত্রা ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা বলয়ে ডেকে রাখা হয়েছে ফরিদপুরকে। সমাবেশস্থলের আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর ৫ শতাধিক ফোর্স মোতায়েন রয়েছে। এছাড়া পুলিশ, র‍্যাব, কোস্ট গার্ড ও সেনাবাহিনী মাঠে রয়েছে।

Categories: জাতীয়
Md Abu Bakar Siddique:
X

Headline

You can control the ways in which we improve and personalize your experience. Please choose whether you wish to allow the following:

Privacy Settings