X

বড় জয়ে দক্ষিণ আফ্রিকা সফর শুরু বাংলাদেশের যুবাদের

বড় জয়ে দক্ষিণ আফ্রিকা সফর শুরু বাংলাদেশের যুবাদের

প্রস্তুতি ম্যাচেও বিশাল জয় পেয়েছিল। সেই ধারাবাহিকতা ধরে রেখে এবার প্রথম ওয়ানডেতেও দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে নাকাল করলো বাংলাদেশ যুবদল। সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের পাত্তাই দেয়নি। ১৩০ রানের বিশাল জয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল আজিজুল হাকিম তামিমের দল।

বৃহস্পতিবার বেননিতে সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৫ রান সংগ্রহ করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দলের হয়ে সর্বোচ্চ ৭০ রান করেছেন জাওয়াদ আবরার।

টার্গেট তাড়া করতে নেমে ৩২.১ ওভারে ১৫৫ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই শুরুতেই হোঁচট খায় দক্ষিণ আফ্রিকা। ৫ রান তুলতেই টপ অর্ডারের দুই ব্যাটারকে হারায় প্রোটিয়ারা। নতুন বলে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন ইকবাল হোসেন ইমন। সেই ধারা অব্যাহত রাখে বাংলাদেশ।

নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। তাতে চাপ থেকে বের হতে পারেনি। তাতে দলীয় শতকের আগেই ৬ উইকেট হারায় তারা। দলের ব্যাটিং বিপর্যয়ে উইকেটের এক প্রান্ত আগলে রাখেন মোহাম্মদ বুলবুলিয়া। তিনি ৭৯ বলে ৭২ রান করেছেন।

এর আগে শুরুতে ব্যাট করতে নেমে ওপেনার জাওয়াদ আবরারের ব্যাটে দারুণ শুরু পায় বাংলাদেশ। ৬১ বলে ৭০ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন তিনি। এরপর মিডল অর্ডারে রিজান হোসেন ও মোহাম্মদ আবদুল্লাহ ফিফটি করেছেন। তাতে বড় সংগ্রহ পায় বাংলাদেশ।

Md Abu Bakar Siddique:
X

Headline

You can control the ways in which we improve and personalize your experience. Please choose whether you wish to allow the following:

Privacy Settings