নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ডে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় নাসিক সাবেক কাউন্সিলরসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী।
এর আগে বুধবার (২৫ জুন) দুপুরে গাজীপুর সদরের গাজীপুরা ও বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, মহানগর বিএনপির বহিষ্কৃত নেতা ও সাবেক কাউন্সিলর মোঃ হান্নান সরকার, তার দুই ছেলে জুনায়েদ ও ফারদিন, জুয়াড়ি বাবু।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী বলেন, বন্দর শাহী মসজিদ নিবাসী মোঃ আব্দুল কুদ্দুস হত্যাকান্ডের ঘটনায় দায়েরকৃত মামলায় তদের গ্রেফতার করা হয়েছে। তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।