X

বন্দরে টোটাল ফ্যাশন গার্মেন্টস শ্রমিকদের বকেয়া বেতনের দাবীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে কামতাল মালিভিটা টোটাল ফ্যাশন গার্মেন্টসের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে মহাসড়কের দুই পাশে প্রায় ৮ কিলোমিটার জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। চরম ভোগান্তিতে পড়েন পরিবহন যাত্রীরা।
(২৫জুন) বুধবার সকাল থেকে শুরু হওয়া এই অবরোধ কর্মসূচি চলে প্রায় দুই ঘণ্টাব্যাপী। এ সময় শ্রমিকরা বকেয়া বেতন চাই, যখন তখন শ্রমিক ছাঁটাই চলবে না, নানান স্লোগানে পুরো এলাকা অস্থিতিশীল করে তোলেন।

শ্রমিকদের অভিযোগ, টোটাল ফ্যাশন গার্মেন্টেসের কর্তৃপক্ষ গত দুই চার মাস ধরে ষ্টাফ ও শ্রমিকদের বেতন বকেয়া বন্ধ করে রেখেছে। এরই মধ্যে হঠাৎ করে কোনো নোটিশ ছাড়াই শ্রমিক ছাটাই ও মিল বন্ধ ঘোষণা করার পায়তারা করছে। এই ঘোষণার প্রতিবাদ ও বেতন পরিশোধের দাবিতে তারা ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে অবস্থান নেন।

এসময় আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আজকের মধ্যেই বকেয়া বতন পরিশোধ করিতে হইবে। কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই শ্রমিক ছাঁটাই কিংবা কোন সন্ত্রাসী দিয়ে মিল বন্ধের চেষ্টা করলে আবারও রাস্তায় নেমে আন্দোলন করতে বাধ্য হবো।
এ বিষয়ে টোটাল ফ্যাশন গার্মেন্টসের জেনারেল ম্যানাজার (জিএম) কবির হোসেন ও কাচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ মোর্শেদ আগামী এক সপ্তাহের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করার আশ্বাস দেন। এবং শ্রমিকদের যখন তখন ছাটাই না করা প্রসঙ্গে আলোচনা করেন।

ওসি ওয়াহিদ মোর্শেদ বলেন, শ্রমিকদের দাবি মালিক পক্ষের কাছে তুলে ধরা হয়েছে। তাদের আশ্বাসে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে মহাসড়ক থেকে সরে যান। তবে প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হলে তার সমস্ত দায়ভার মালিক পক্ষকেই নিতে হবে।

Md Abu Bakar Siddique:
X

Headline

You can control the ways in which we improve and personalize your experience. Please choose whether you wish to allow the following:

Privacy Settings