দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার বশের দুর্দান্ত পারফরম্যান্সে বড় জয় তুলে নিয়েছে প্রোটিয়ারা। ব্যাট হাতে কার্যকর ইনিংস খেলার পাশাপাশি বল হাতে বিপক্ষ দলের ব্যাটিং লাইনআপ ভেঙে দেন তিনি।
প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা তুলেছিল চ্যালেঞ্জিং স্কোর। বশ করেন গুরুত্বপূর্ণ অবদান, তুলে নেন দ্রুত কিছু রান। পরে বোলিংয়েও নিজের জাত চিনিয়ে শিকার করেন গুরুত্বপূর্ণ উইকেট।
এই অলরাউন্ড নৈপুণ্যের সুবাদে দক্ষিণ আফ্রিকা ম্যাচটি জিতে নেয় সহজেই, যা দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।