X

বসুন্ধরায় ‘জেসিএক্স নূরানী হাইটস’-এর হস্তান্তর উদযাপন

বসুন্ধরা আবাসিক এলাকায় আরও একটি সিগনেচার প্রকল্পের হস্তান্তর অনুষ্ঠান আয়োজন করেছে জেসিএক্স ডেভেলপমেন্ট লিমিটেড। সম্প্রতি আনন্দঘন পরিবেশে ‘জেসিএক্স নূরানী হাইটস’-এর এই হস্তান্তর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিইও সিদ্দিকুর রহমান, পরিচালক আসিফ মাহমুদ চৌধুরী, সিওও এবিএম মিজানুর রহমান (পেং, অবসরপ্রাপ্ত), জিএম, জমির মালিক সাইদুর রহমান, এবং সম্মানিত ক্লায়েন্টরা। ১০ কাঠা জমির উপর নির্মিত, জি+৯ তলা বিশিষ্ট এই অত্যাধুনিক কমপ্লেক্সটি স্থাপত্যশৈলী, প্রশস্ততা ও আধুনিক সুযোগ-সুবিধার এক অপূর্ব সমন্বয়। জেসিএক্স ডেভেলপমেন্ট লিমিটেড-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ক্লায়েন্টদের স্বপ্ন বাস্তবায়নে অংশ হতে পেরেছি আমরা আনন্দিত। আমরা বিশ্বাস করি, ভবিষ্যতেও আপনার নিজস্ব জমিতে আপনার স্বপ্নের ঠিকানা গড়ে তুলতে আমাদের অভিজ্ঞ দল সবসময় পাশে থাকবে।’

সবশেষে, প্রতিষ্ঠানটি তাদের প্রতি আস্থা রাখার জন্য সকল ক্লায়েন্ট ও অংশীদারদের প্রতি কৃতজ্ঞতা জানান।

Md Abu Bakar Siddique:
X

Headline

You can control the ways in which we improve and personalize your experience. Please choose whether you wish to allow the following:

Privacy Settings