পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বসুন্ধরা কিংসে কিউবা মিচেল, আসছেন ব্রাজিলের কোচ ফারিয়াস

Md Abu Bakar Siddique
জুলাই ২৯, ২০২৫ ১১:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

এবার ঘরোয়া ফুটবলের দলবদলে বসুন্ধরা কিংসকে তেমন সক্রিয় মনে হচ্ছিল না। পুরোনো তারকাদের ধরে রাখলেও উল্লেখ করার মতো সংগ্রহ চোখে পড়েনি। পুরোপুরি নতুন বিদেশি সেট দাঁড় করালেও খুব যে আহামরি তা-ও বলা যাবে না। আগে খেলে যাওয়া ডরিয়েলটন, মোহামেডানের টনি ও সানডে এবং আবাহনীতে খেলা রাফায়েলের নতুন ঠিকানা কিংস হচ্ছে এই যা। অথচ দলটি পেশাদার ফুটবলে অভিষেকের পর থেকে ট্রফি জেতার যেমন ইতিহাস গড়েছে, তেমন বিদেশি ও লোকাল খেলোয়াড় ভেড়াতে চমকের পর চমক দেখাচ্ছিল। এবার কেন জানি তা দেখা যাচ্ছিল না। বসুন্ধরা কিংস টিম ম্যানেজমেন্ট হয়তো ভাবছিলেন চমক যদি দেখাতেই হয় তাহলে ফুটবলপ্রেমীরা একটু অপেক্ষায় থাকুক। তা না হলে তো জমবে না। শেষ পর্যন্ত তা-ই ঘটল। গতকাল বিকালে নিজের অফিসে বসে কিংস সভাপতি ইমরুল হাসান জানালেন নতুন কোচের নাম। শুরু থেকেই তো দলে ব্রাজিলিয়ান ফুটবলারের ভিড়। এবার হেড কোচের দায়িত্বে দেখা যাবে আরেক ব্রাজিলিয়ানকে। তার নাম সার্জিও ফারিয়াস। অনেক যাচাইবাছাই করে তাঁকে যে নিয়োগ দেওয়া হয়েছে তা তাঁর কোচিং ক্যারিয়ারেই স্পষ্ট হয়ে ওঠে। তাঁর ঝুলিতে আছে অসংখ্য অর্জন।

প্যারাগুয়ে ও পেরুতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ সাউথ আমেরিকা চ্যাম্পিয়নশিপে ব্রাজিলকে শিরোপা উপহার দিয়েছেন তিনি। কোরিয়ান লিগ ও কাপ জয় করেছেন পোহাঙ স্টিলারসের কোচ হিসেবে। কোরিয়ান এ ক্লাবের হয়েই এএফসি চ্যাম্পিয়নস লিগ জয় করেন ২০০৯ সালে। সেবার ফাইনালে সৌদি আরবের আল ইত্তিহাদ ক্লাবকে হারিয়ে শিরোপা জয় করে পোহাঙ স্টিলারস। ব্রাজিলিয়ান ক্লাব ভাস্কো দা গামার কোচ হিসেবে ক্যারিয়ার শুরু করেন ফারিয়াস। এরপর দায়িত্ব পালন করেছেন নানান ক্লাবে। পেলে ও নেইমারের ক্লাব সান্তোসের বয়সভিত্তিক দলের কোচ হিসেবেও কাজ করেছেন তিনি। চীনের গুয়াংজু, সুদানের আল হিলাল, সৌদি আরবের আল আহলি, লিবিয়ার দাহরা, আরব আমিরাতের আল ওয়াসল, ব্রাজিলের ইউনিয়াস বারবারেন্সসহ আরও বিভিন্ন ক্লাবে দায়িত্ব পালন করেছেন। এশিয়ান ফুটবলে দীর্ঘদিন কাজ করে অভিজ্ঞতা অর্জন করেছেন ফারিয়াস। এবার সেই অভিজ্ঞতাই কাজে লাগাতে আসছেন বসুন্ধরা কিংসে। প্রো লাইসেন্সধারী এ কোচের অধীনেই সাফল্যের নতুন গল্প লিখতে চায় দলটি। গত বছর ভ্যালেরিউ তিতার অধীনে খেলেছে বসুন্ধরা কিংস।

অনূর্ধ্ব-১৭ দলেচমক যে আরও বড় হবে তা কে জানত। গতকাল রাতেই আবার ক্লাব সভাপতি ইমরুল হাসান যে খেলোয়াড়ের নাম জানালেন তাতে অন্য ক্লাবগুলোর কাঁপুনি ধরে যেতে পারে। হামজা, সামিতদের পর যে প্রবাসী ফুটলারের অক্টোবরে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের হয়ে খেলার কথা, সেই কিউবা মিচেলকেই বসুন্ধরা জার্সিতে ঘরোয়া আসরে দেখা যাবে। ইমরুল বলেন, ‘খুব দ্রুতই মিচেল কিংসের অনুশীলনে যোগ দেবেন।’ ইংলিশ ফুটবলে সান্ডারল্যান্ডের হয়ে খেলা এ তরুণ ফুটবালের নাম বাংলাদেশি ফুটবলপ্রেমীদের মুখে মুখে। মিচেল আসার পর কিংস দল হিসেবে কতটা শক্তিশালী হবে তা একবার চিন্তা করে দেখুন। পরীক্ষিত বিদেশি ও লোকাল তারকাদের মিচেল মানিয়ে নিতে পারলে দলটি ঠেকায় কে? যদিও অনেক দেরি, তার পরও কে জানে সেকেন্ড উইন্ডোতে কিংস আরও বড় চমক দেখাবে কি না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।