পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ৩রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বাংলাদেশসহ ১৪ দেশে শুল্কের সময়সীমা ‘চূড়ান্ত নয়’, দর-কষাকষির ইঙ্গিত ট্রাম্পের

Md Abu Bakar Siddique
জুলাই ৮, ২০২৫ ১১:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বিশ্ববাণিজ্যে উত্তেজনা বাড়িয়ে তুললেন। গতকাল সোমবার তিনি ১৪টি দেশের উপর শুল্ক আরোপের ঘোষণা দিয়ে ফের বাণিজ্যযুদ্ধ উসকে দিয়েছেন। তবে শুল্ক কার্যকরের সময় কিছুটা পিছিয়ে দিয়েছেন ট্রাম্প, সেই সঙ্গে দিয়েছেন দর-কষাকষির ইঙ্গিত। বলা হয়েছে, কোনো দেশের সাথে বাণিজ্য চুক্তি না হলে আগামী পহেলা আগস্ট থেকে নতুন শুল্ক কার্যকর হবে।

সোমবার শুল্ক আরোপ নিয়ে আগস্টের সময়সীমা সম্পর্কে জানতে চাইলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে নৈশভোজে ট্রাম্প সাংবাদিকদের একথা বলেন। তিনি বলেন, ‘আমি বলব, সময়সীমা ঠিকঠাক রয়েছে, তবে একেবারে শতভাগ নয়। আগামী আগস্টের মধ্যে চুক্তিতে পৌঁছাতে যে সময়সীমা নির্ধারণ করা হয়েছে, সেটি নমনীয় হতে পারে। কেউ যদি ভিন্ন প্রস্তাব দেয় এবং সেটা আমার ভালো লাগে, তবে আমরা সেটা করব।

ট্রাম্প আরও জানিয়েছেন, চলতি বছরের এপ্রিল মাসে স্থগিত করা পাল্টা শুল্ক আগামী তিন সপ্তাহের মধ্যে পুনরায় কার্যকর হবে— এবং তা আগের চেয়েও বেশি হারে হতে পারে। জাপান ও দক্ষিণ কোরিয়াসহ যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্যিক অংশীদারদের কাছে পাঠানো চিঠিতে তিনি এসব তথ্য দিয়েছেন।

চিঠিতে ট্রাম্প বলেন, জাপান ও দক্ষিণ কোরিয়ার পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এছাড়া বাংলাদেশ, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, মালয়েশিয়াসহ ১৪টি দেশের পণ্যে ২৫ থেকে ৪০ শতাংশ হারে শুল্ক বসানো হবে।

তার নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশিত তথ্যমতে, বাংলাদেশের পণ্যের ওপর ৩৫ শতাংশ, ইন্দোনেশিয়ার ৩২ শতাংশ ও থাইল্যান্ডের ওপর ৩৬ শতাংশ হারে শুল্ক আরোপের প্রস্তাব রয়েছে।

তবে শুল্ক আরোপের ঘোষণা দিলেও ট্রাম্প দর-কষাকষির সুযোগ রেখেছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি একে চূড়ান্ত প্রস্তাব বলছি না। কেউ ভালো কোনো প্রস্তাব দিলে তা বিবেচনা করা হবে। আগস্টের ১ তারিখ পর্যন্ত সময়সীমা নির্ধারণ আছে, তবে সেটা শতভাগ চূড়ান্ত নয়।

এর আগে, গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আছে— এমন সব দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প। বর্ধিত শুল্ক আরোপের পর বিশ্বের বিভিন্ন দেশকে এ ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়ে প্রায় ১০০ দিন সময়ও দেন তিনি।

গত ২ এপ্রিল অতিরিক্ত শুল্ক ঘোষণা করেছিলেন ট্রাম্প। তারপর এটি কার্যকরের জন্য যে সময়সীমা তিনি দিয়েছিলেন, তা ও শেষ হচ্ছে আগামী ৯ জুলাই। তবে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প এ সময়সীমাকে ১ আগস্ট পর্যন্ত উন্নীত করেছেন এবং বর্ধিত শুল্কের বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে গতকাল সোমবার বাংলাদেশসহ ১৪টি দেশকে চিঠি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বাকি দেশগুলো হলো জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, কাজাখস্তান, দক্ষিণ আফ্রিকা, লাওস, মিয়ানমার, বসনিয়া অ্যান্ড হারজেগোভিনা, তিউনিশিয়া, ইন্দোনেশিয়া, সারবিয়া, কম্বোডিয়া এবং থাইল্যান্ড।

তথ্যসূত্র : এএফপি ও বিবিসি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।