পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ২৮শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বার্সেলোনার নজরে ১৭ বছর বয়সী প্রতিভাবান রায়ান রবার্তো

Md Abu Bakar Siddique
জুলাই ১৪, ২০২৫ ২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

দক্ষিণ আমেরিকায় তরুণ ফুটবল প্রতিভা খুঁজে বের করার বার্সেলোনার পুরনো ঐতিহ্য যেন আবারও জেগে উঠেছে। এবার কাতালান ক্লাবটির রাডারে উঠে এসেছেন ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো ক্লাবের ১৭ বছর বয়সী উদীয়মান উইঙ্গার রায়ান রবার্তো।

২০২৫ সালে ফ্ল্যামেঙ্গোর অনূর্ধ্ব-১৭ দলের হয়ে মাত্র ৩৩ ম্যাচে ২০ গোল ও ১৪টি অ্যাসিস্ট করে ফুটবল বিশ্বের নজর কাড়েন রায়ান। তার অসাধারণ পারফরম্যান্সে মুগ্ধ হয়ে পড়েছে ইউরোপের একাধিক ক্লাব। এর মধ্যে বার্সেলোনা ও ডাচ জায়ান্ট আয়াক্স রবার্তোর প্রতি গভীর আগ্রহ দেখাচ্ছে।

ফ্ল্যামেঙ্গোর সিনিয়র দলের দায়িত্বে থাকা সাবেক ব্রাজিলিয়ান তারকা ফিলিপে লুইস তরুণদের ওপর আস্থা রাখছেন শুরু থেকেই। সেই ধারাবাহিকতায় খুব শিগগিরই রায়ান রবার্তোকেও হয়তো দেখা যেতে পারে ফ্লামেঙ্গোর মূল দলে। ডান উইংয়ে খেললেও রবার্তো অনেকটা নেইমার ঘরানার খেলোয়াড়। দ্রুত গতিতে কাট ইন করে গোলের উদ্দেশে ছুটে চলেন, ড্রিবলিং, ফিনিশিং ও অ্যাসিস্ট—সব ক্ষেত্রেই তিনি কার্যকর। তার খেলার স্টাইল ইউরোপিয়ান ক্লাবগুলোর সঙ্গে মানানসই।

শুধু ক্লাব ফুটবলেই নয়, জাতীয় দলের জার্সিতেও দেখা যেতে পারে এই ব্রাজিলিয়ান তরুণকে। আসন্ন অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ব্রাজিল দলে ডাক পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তার। আর এই টুর্নামেন্টই হতে পারে ইউরোপিয়ান স্কাউটদের সামনে নিজেকে প্রমাণ করার বড় মঞ্চ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।