X

বিইউএফটিআইমান-এর জাঁকজমকপূর্ণ তিন দিনব্যাপী সংলাপের সমাপ্তি আজ

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)-এর উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী বিইউএফটিআই ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশন্স (বিইউএফটিআইমান) ২০২৫–এর আনুষ্ঠানিক উদ্বোধন হয় গত বৃহস্পতিবার (১৪ আগস্ট)।

বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এ আয়োজন ১৪ থেকে ১৬ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে, যেখানে অংশ নিচ্ছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিনিধিরা। আয়োজনে রয়েছে উচ্চপর্যায়ের বিতর্ক, সাংস্কৃতিক বিনিময় এবং বৈশ্বিক সমস্যা সমাধানে যৌথ আলোচনার আয়োজন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি তরুণ নেতৃত্ব ও বৈশ্বিক সচেতনতা গঠনে এই কনফারেন্সের ভূমিকার প্রশংসা করেন। এ সময় অন্যান্য অতিথির মধ্যে ছিলেন রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম. কফিল উদ্দিন আহমেদ, বিইউএফটি’র ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, বিইউএফটি’র ছাত্রকল্যাণ পরিচালক গ্রুপ ক্যাপ্টেন (অব.) এএনএম রফিকুল আলম এবং বিইউএফটিমুনা ক্লাবের উপদেষ্টা ও সহকারী অধ্যাপক ফারুক আহমেদ।

সেক্রেটারি-জেনারেল সুমাইয়া হাফিজ পিওশি আনুষ্ঠানিকভাবে বিইউএফটিআইমান ২০২৫ এর উদ্বোধন ঘোষণা করেন। পরে প্রতিনিধিরা প্রথম কমিটি সেশনে যোগ দেন, যেখানে এ বছরের মূল প্রতিপাদ্য ‘হিউম্যানাইজিং কমপ্যাশন, ডিপ্লোম্যাসি অ্যান্ড সলিডারিটি ইন দ্য কোয়েস্ট ফর সাসটেইনেবল পিস অ্যান্ড কমপ্রিহেনসিভ সিকিউরিটি টু রিড্রেস গ্লোবাল ডিভাইডস’। দ্বিতীয় দিনে ছিল কমিটি কার্যক্রম এবং কালচারাল নাইট, যেখানে থাকবে মনোমুগ্ধকর পরিবেশনা ও ফ্যাশন শো। আজ শেষ দিনে হবে সমাপনী কমিটি সেশন, পুরস্কার বিতরণী ও গালা নাইট।

Md Abu Bakar Siddique:
X

Headline

You can control the ways in which we improve and personalize your experience. Please choose whether you wish to allow the following:

Privacy Settings