X

বিএনপি জনগণের ইচ্ছার বাইরে যায়নি, যাবেও না

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘বিএনপি কখনও দেশের জনগণের ইচ্ছার বাইরে যায়নি, আগামীতেও যাবে না।’

তিনি বলেন, ‘বিএনপি স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রে বিশ্বাস করে। গণতন্ত্র মানে সংখ্যাগরিষ্ঠের শাসন। আগামী দিনে সংখ্যাগরিষ্ঠ জনগণ যাদের পক্ষে রায় দেবে, তারাই রাষ্ট্র পরিচালনা করবে।’

মঙ্গলবার দুপুরে যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ওলামা মাশায়েখদের সাথে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ওলামা মাশায়েখদের ভূমিকা ও দেশ পুনর্গঠনে ওলামা মাশায়েখদের করণীয়’ শীর্ষক এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু।  মুখ্য আলোচক হিসেবে আলোচনায় অংশ নেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।

এছাড়া বক্তব্য রাখেন মাওলানা আব্দুল মান্নান, মাওলানা রুহুল আমিন, মাওলানা মুফতি মুজিবুর রহমান, মাওলানা নাজির উদ্দিন, মাওলানা হামিদুল ইসলাম, মাওলানা বেলায়েত হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে দেশের ওলামা মাশায়েখদের প্রত্যক্ষ অংশগ্রহণ ছিল এবং চূড়ান্ত পর্যায়ে আলেম ওলামাদের রক্ত ঝরেছিল। আলেম সমাজের প্রতি বিএনপির এই কৃতজ্ঞতাবোধ রয়েছে।’

তিনি বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশে এমন পরিস্থিতি সৃষ্টি করেছিল যেখানে আলেম ওলামারা দাঁড়ি রাখতে, মাথায় টুপি পরতে ভয় পেতেন।’

অমিত বলেন, ‘হাসিনা কত বড় ফ্যাসিস্ট সেটা যখন সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ বুঝতে পেরেছে, তখনই এক কাতারে এসে গণঅভ্যুত্থানের সৃষ্টি করেছে। এখন বিভিন্ন রাজনৈতিক দল গণঅভ্যুত্থানের কৃতিত্ব দাবি করলেও বিএনপি জনগণের সাথে সেই কৃতিত্ব ভাগ করে নিয়েছে।’

Md Abu Bakar Siddique:
X

Headline

You can control the ways in which we improve and personalize your experience. Please choose whether you wish to allow the following:

Privacy Settings