বাংলাদেশ জাতীয়তাবাদী প্রাইভেট ব্যাংকার্স অ্যান্ড ফাইনান্সিয়াল ইনস্টিটিউশন এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (বিজেপিবিএফআইইএ) এর উদ্যোগে এবং কোয়ান্টাম ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় ২ আগস্ট ২০২৫, শনিবার সকাল ১১টায় নয়াপল্টন সিটি কর্পোরেশন কমিউনিটি সেন্টারের সামনে এক রক্তদান ও রক্তের গ্রুপ নির্ধারণ কর্মসূচির আয়োজন করা হয়।
উক্ত কর্মসূচির সভাপতিত্ব করেন শেখ মো. জায়েদ আল ফাত্তাহ (সাব্বির আহমেদ), আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী প্রাইভেট ব্যাংকার্স অ্যান্ড ফাইনান্সিয়াল ইনস্টিটিউশন এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (বিজেপিবিএফআইইএ)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবির হোসেন, যুগ্ম আহ্বায়ক, বিজেপিবিএফআইইএ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. রফিকুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
কে. এম. শরীফুল আলম, সিনিয়র অবসরপ্রাপ্ত ব্যাংকার ও উপদেষ্টা, বিজেপিবিএফআইইএ;
শেখ মো. আবু হায়াত জায়েদ আল কিবরিয়া (তানভীর আহমেদ সিদ্দিকী), সহ-সভাপতি, জাসাস ময়মনসিংহ দক্ষিণ জেলা ও চিফ কো-অর্ডিনেটর, বিজেপিবিএফআইইএ;
ফারহানা চৌধুরী বেবি, যুগ্ম আহ্বায়ক, জাসাস কেন্দ্রীয় কমিটি;
মোহাম্মদ মুজিবুর রহমান লিটন, সহ-সাধারণ সম্পাদক, কৃষক দল কেন্দ্রীয় কমিটি;
কাদের সিদ্দিকী, ধর্ম বিষয়ক সম্পাদক, কৃষক দল কেন্দ্রীয় কমিটি।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব আলিমুল বিন আজিজ তুষার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক-২ মো. আসাদুজ্জামান শিপলু, মো. সাফিউল বশার, এইচ. এম. মিজানুর রহমান, তালুকদার মো. রাশেদুল ইসলাম, ফয়সাল আহমেদ, রোকসানা পারভীন, এ. এইচ. এম. শামসুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জুলাই-আগস্ট বিপ্লবের শহীদদের স্মরণে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় রক্ত সংগ্রহ করা হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আহত শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের চিকিৎসায় সহায়তা প্রদানের উদ্দেশ্যে।