বিদেশে যাওয়ার সময় বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমানকে। রোববার বিকেল পাঁচটার ফ্লাইটে অফিসিয়াল কর্মসূচিতে অংশ নিতে তাঁর নামিবিয়া যাওয়ার কথা ছিল। এই অনুষ্ঠানে তিনিসহ কেন্দ্রীয় ব্যাংকের ১১জন কর্মকর্তা আমন্ত্রিত ছিলেন। বাকি ১০জন যেতে পারলেও তাকে ফেরত পাঠানো হয়েছে বলে জানা গেছে।হাবিবুর রহমান বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ডেপুটি গভর্নর পদে নিয়োগ পান। আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরে বিগত সরকারের সময়ে- গভর্নর, ডেপুটি গভর্নর ও সরকারি-বেসরকারি ২৬ ব্যাংকের এমডি ও পরিচালকদের দুর্নীতি অনুসন্ধানে সম্প্রতি দুদককে চিঠি দিয়েছে অর্থমন্ত্রণালয়। এই তালিকা ইমিগ্রেশন পুলিশের কাছেও পাঠানো হয়েছে বলে জানা গেছে।বিমানবন্দর সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান ইমিগ্রেশন সম্পন্ন করে বিমানে উঠার জন্য অপেক্ষায় ছিলেন। শেষ সময়ে তাকে ডেকে নিয়ে জানিয়ে দেওয়া হয় তাকে ফ্লাই করতে না দেওয়ার জন্য সরকারের দিক থেকে ম্যাসেজ আছে। আজকের জন্য তারা দুঃখিত।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হন দুই ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান ও খুরশীদ আলম, বিএফআইইউ প্রধান মো. মাসুদ বিশ্বাস ও নীতি উপদেষ্টা আবু ফরাহ মো. নাছের। বিগত সরকারের নিয়োগ দেওয়া হাবিবুর রহমান ও নূরুন নাহার ডেপুটি গভর্নর পদে বহাল আছেন।ড. হাবিবুর রহমান ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ডেপুটি গভর্নর নিয়োগের আগে বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হিসাবে কর্মরত ছিলেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে প্রথম শ্রেণিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রিধারী। ১৯৯০ সালে বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগে সহকারী পরিচালক হিসাবে যোগদান করেন। পরে তিনি যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএইড) বৃত্তির আওতায় যুক্তরাষ্ট্রের ইস্টার্ন ও ওয়েস্টার্ন মিশিগান বিশ্ববিদ্যালয় থেকে প্রায়োগিক অর্থনীতিতে যথাক্রমে মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন।