X

বিশ্বের সেরা ফোন, যে চীনা মোবাইল আমেরিকাও হ্যাক করতে পারে না: মাদুরো

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সম্প্রতি এক চাঞ্চল্যকর দাবি করে বলেছেন, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো হুয়াওয়ে স্মার্টফোন হ্যাক করতে পারে না। সোমবার একটি সংবাদ সম্মেলনে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উপহার দেওয়া একটি হুয়াওয়ে ডিভাইস হাতে নিয়ে এটিকে ‘বিশ্বের সেরা ফোন’ হিসেবে আখ্যা দেন।

মাদুরো বলেন, আমেরিকানরা এটি হ্যাক করতে পারবে না, তাদের কোনো গোয়েন্দা বিমান বা স্যাটেলাইটও নয়। তার হাতে থাকা ফোনটি সম্ভবত হুয়াওয়ের ২০২৪ সালে উন্মোচিত ফোল্ডেবল ফোন মেট এক্স৬।

নিরাপত্তা বিশ্লেষকদের ভিন্নমত

তবে মাদুরোর এই দাবির সঙ্গে একমত নন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্র-ভিত্তিক একজন নিরাপত্তা গবেষক টেকক্রাঞ্চকে জানান, হুয়াওয়ে ডিভাইসগুলো আসলে আরও বেশি অরক্ষিত হতে পারে, কারণ কোম্পানিটি তাদের নিজস্ব হার্ডওয়্যার এবং হারমোনিওএস (HarmonyOS) সফটওয়্যার দুটোই তৈরি করে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই গবেষক বলেন, আইওএস এবং অ্যান্ড্রয়েডের তুলনায় তাদের নতুন কোডে অনেক বেশি ত্রুটি থাকার সম্ভাবনা রয়েছে।

অন্যান্য অপারেটিং সিস্টেমের মতোই, হারমোনিওএসকেও নিয়মিত আপডেটের প্রয়োজন হয় দুর্বলতাগুলো সারিয়ে তোলার জন্য। হুয়াওয়ে নির্দিষ্ট কিছু মডেলের জন্য মাসিক নিরাপত্তা প্যাচ সরবরাহ করলেও কিছু টেলিকম অপারেটর ত্রৈমাসিক আপডেট দিতে পারে বলে সতর্ক করেছে। গত আগস্ট মাসে হুয়াওয়ে হারমোনিওএস-এর ৬০টি বাগ ঠিক করে, যার মধ্যে ১৩টি ছিল অত্যন্ত গুরুতর।

 পুরোনো ইতিহাস এবং বর্তমানের উত্তেজনা

হুয়াওয়ের সিস্টেমকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের কার্যক্রমের দীর্ঘ ইতিহাস রয়েছে। ২০১৩ সালে এডওয়ার্ড স্নোডেন ফাঁস করা নথিপত্র থেকে জানা যায়, এনএসএ (NSA) ২০১৪ সালে চীনের শেনজেন শহরে অবস্থিত হুয়াওয়ের প্রধান কার্যালয় এবং সার্ভারে অনুপ্রবেশ করেছিল। এর মাধ্যমে মার্কিন গোয়েন্দারা হুয়াওয়ের যোগাযোগ ব্যবস্থা এবং পণ্যগুলো নিয়ে গবেষণা করার সুযোগ পায়। ফাঁস হওয়া নথি অনুযায়ী, এনএসএ-এর লক্ষ্য ছিল বৈশ্বিক নেটওয়ার্কগুলোতে প্রবেশাধিকার পাওয়া, কারণ তাদের ‘অনেক লক্ষ্যই হুয়াওয়ের তৈরি পণ্য ব্যবহার করে যোগাযোগ করত’।

যদিও এই কার্যক্রমগুলো এক দশকেরও বেশি আগে ফাঁস হয়েছিল, বিশেষজ্ঞরা মনে করেন এনএসএ এবং সাইবার কমান্ডের মতো মার্কিন সাইবার সংস্থাগুলো এখনো হুয়াওয়ে ডিভাইসে দুর্বলতা খুঁজে চলেছে। চলতি বছরের শুরুর দিকে বেইজিং যুক্তরাষ্ট্রকে চীনা গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার জন্য অভিযুক্ত করে, যা দুই দেশের মধ্যে চলমান সাইবার উত্তেজনারই বহিঃপ্রকাশ।

Md Abu Bakar Siddique:
X

Headline

You can control the ways in which we improve and personalize your experience. Please choose whether you wish to allow the following:

Privacy Settings