X

ব্রিটেনে দ্বিতীয় রাষ্ট্রীয় সফরে ট্রাম্প

যুক্তরাষ্ট্র-ব্রিটেন সম্পর্কের নতুন অধ্যায় শুরু হচ্ছে দ্বিতীয়বারের মতো ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রীয় সফরের মাধ্যমে। স্থানীয় সময় মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে ব্রিটেনে পা রাখেন এই মার্কিন প্রেসিডেন্ট। এই নজিরবিহীন সফরে ওয়াশিংটন ও লন্ডনের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ বিনিয়োগ চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। সফরটি দুই দেশের ‘বিশেষ সম্পর্ক’ আরও দৃঢ় করার কূটনৈতিক সুযোগ হিসেবে দেখছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।ট্রাম্পের আগমন উপলক্ষে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এবং ব্রিটিশ অর্থমন্ত্রী র‍্যাচেল রিভস যৌথভাবে ‘ট্রান্সআটলান্টিক টাস্কফোর্স’ গঠনের ঘোষণা দিয়েছেন, যা দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার একটি উদ্যোগ।বুধবার উইন্ডসর ক্যাসেলে রাজা চার্লস আনুষ্ঠানিকভাবে ট্রাম্পকে রাজকীয় সংবর্ধনা দেবেন। ঐতিহ্যবাহী রাজকীয় আয়োজনে শুরু হওয়া এই সফর প্রধানমন্ত্রী স্টারমারের জন্য সাম্প্রতিক রাজনৈতিক চাপ মোকাবিলায় এক ধরনের কৌশলগত সহায়তা হতে পারে।

সফরটি প্রেসিডেন্ট ট্রাম্পের জন্যও গুরুত্বপূর্ণ। মাত্র এক সপ্তাহ আগে তার ঘনিষ্ঠ সহযোগী ও রক্ষণশীল কর্মী চার্লি কার্কের হত্যাকাণ্ড তাকে গভীরভাবে আঘাত করেছে। অন্যদিকে, ব্রিটিশ রাজনীতিতে টালমাটাল পরিস্থিতির মধ্যে রয়েছেন কিয়ার স্টারমার। গত দুই সপ্তাহে তিনি প্রথমে তার উপ-প্রধানমন্ত্রী এবং পরে যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত পিটার ম্যান্ডেলসনকে বরখাস্ত করেন—জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে।ব্রিটেনকে বিনিয়োগবান্ধব গন্তব্য হিসেবে তুলে ধরার লক্ষ্যে স্টারমার এই সফরকে কাজে লাগাতে চান। বিশেষ করে আর্থিক, প্রযুক্তি এবং জ্বালানি খাতে মার্কিন বিনিয়োগ আকৃষ্ট করতে চান তিনি, যা দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে সহায়ক হবে।সফরে অংশ নিচ্ছেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং, ওপেনএআই প্রধান স্যাম অল্টম্যানসহ বিশ্বের শীর্ষস্থানীয় ব্যবসায়িক নেতারা। কয়েকশ’ কোটি ডলারের ব্যবসায়িক চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।মাইক্রোসফট ঘোষণা করেছে, তারা আগামী চার বছরে ব্রিটেনে ৩০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করবে। অপরদিকে, গুগল জানিয়েছে, তারা প্রায় ৫ বিলিয়ন পাউন্ড (প্রায় ৬.৮ বিলিয়ন ডলার) বিনিয়োগ করবে, যার একটি বড় অংশ লন্ডনের কাছে নতুন ডেটা সেন্টার নির্মাণে ব্যয় হবে।

স্টারমারের মুখপাত্র এই সফরকে ‘ঐতিহাসিক সুযোগ’ হিসেবে অভিহিত করেছেন, যা বৈশ্বিক স্থিতিশীলতা ও নিরাপত্তার এক গুরুত্বপূর্ণ সময়ে অনুষ্ঠিত হচ্ছে।আগামীকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) স্টারমার তার কান্ট্রি রেসিডেন্স চেকার্স-এ ট্রাম্পকে আমন্ত্রণ জানাবেন। সাম্প্রতিক রাজনৈতিক সংকটের প্রভাব কাটিয়ে উঠে তিনি ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন বলেও জানা গেছে।

 

সূত্র : রয়টার্স ও বিবিসি।

Md Abu Bakar Siddique:
X

Headline

You can control the ways in which we improve and personalize your experience. Please choose whether you wish to allow the following:

Privacy Settings