X

ভারতে মর্যাদাপূর্ণ “৩য় আইসিসি এমার্জিং এশিয়া ব্যাংকিং অ্যাওয়ার্ড” পেলো এনসিসি ব্যাংক

এনসিসি ব্যাংক পিএলসি ভারতীয় চেম্বার অব কমার্স (আইসিসি) কর্তৃক আয়োজিত মর্যাদাপূর্ণ “৩য় এমার্জিং এশিয়া ব্যাংকিং কনক্লেভ অ্যান্ড অ্যাওয়ার্ড-২০২৫” এ রিস্ক ম্যানেজমেন্ট ক্যাটাগরিতে রানার্স আপ হওয়ার সম্মাননা অর্জন করেছে।গত ২৯ আগস্ট ভারতের নয়াদিল্লির হোটেল লে মেরিডিয়েন-এ পুরস্কারটি প্রদান করা হয়। এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান ঝুঁকি ব্যবস্থাপনা কর্মকর্তা এম. খোরশেদ আলম এইচডিবি ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান এবং ভারতের স্টেট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক অরিজিৎ বসু-এর কাছ থেকে এই সম্মাননা স্মারক গ্রহণ করেন।কনক্লেভে সম্মানিত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গর্ভনর জে পি আর করুণারত্নে, ন্যাশনাল ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট এর পরিচালক পার্থ রায়; কোয়াইট ইনকরপোরেশন এর প্রেসিডেন্ট ও সিইও এবং পিডব্লিউসি এর সাবেক পার্টনার জয়দীপ কে রায়; এবং এনপিএস ট্রাস্ট-পিএফআরডিএ এর সাবেক চেয়ারম্যান, এসবিআই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং আইসিসি ন্যাশনাল এক্সপার্ট কমিটি অন বিএফএসআই-এর চেয়ারম্যান অতনু সেন। এছাড়াও কনক্লেভে বিশেষজ্ঞ প্যানেল মেম্বার হিসেবে এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলম অংশগ্রহন করেন।

অনুষ্ঠানে এম. খোরশেদ আলম বলেন, এই আন্তর্জাতিক স্বীকৃতি আবারও প্রমাণ করে যে, এনসিসি ব্যাংক সবসময় ব্যাংকিং খাতে উৎকর্ষ অর্জনের জন্য প্রতিশ্রুতিদ্ধ। এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি কেবল একটি পুরস্কার নয়, বরং আমাদের পুরো করপোরেট সুশাসন, পেশাদারিত্ব ও টেকসই ব্যাংকিং কার্যক্রমের স্বীকৃতি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, সঠিক ঝুঁকি ব্যবস্থাপনাই টেকসই প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা এবং গ্রাহক আস্থার মূলভিত্তি। এই স্বীকৃতি আমাদেরকে গ্রাহকসেবার মানোন্নয়ন এবং বাংলাদেশের আর্থিক খাতের সামগ্রিক উন্নয়নে কাজ করার অনুপ্রেরণা জোগাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Md Abu Bakar Siddique:
X

Headline

You can control the ways in which we improve and personalize your experience. Please choose whether you wish to allow the following:

Privacy Settings