X

ভারতে যাত্রীবাহী বাস-ট্রাকের সংঘর্ষে ১৮ জন নিহতের দাবি বিজেপি নেতার

ভারতের ঝারখণ্ডের দেবগড়ে মঙ্গলবার ভোরে সড়ক দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। তবে বিজেপি সংসদ সদস্য নিশিকান্ত দুবে এ দুর্ঘটনায় ১৮ জন নিহত হওয়ার দাবি করেছেন। কিন্তু স্থানীয় পুলিশ প্রশাসন জানিয়েছে, অন্তত ৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া ২০ জনের বেশি গুরুতর আহত হয়েছেন।

একটি ট্রাকের সঙ্গে একটি ৩২ সিটের বাসের সংঘর্ষে এ ঘটনা ঘটে। ডুমকা অঞ্চলের পুলিশ মহাপরিদর্শক শৈলেন্দ্র কুমার সিংহা পিটিআইকে জানিয়েছেন, কানওয়ারী যাত্রীদের বহনকারী বাসটি দেবগরের মহনপুর থানা এলাকায় জামুনিয়া বনের কাছাকাছি একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে পতিত হয়। ট্রাফিক উপ-পুলিশ সুপার লক্ষ্মণ প্রসাদ জানিয়েছেন, ‘দুর্ঘটনায় ৯ জন প্রাণ হারিয়েছেন এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে।’

দুর্ঘটনাটি শিব পূজা উপলক্ষে অনুষ্ঠিত কনওয়ার যাত্রার সময় ঘটেছে।
স্থানীয়রা মহনপুর পুলিশ স্টেশন ইনচার্জ প্রিয়া রঞ্জনকে ঘটনা সম্পর্কে জানালে, তিনি এক দল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। এরপর মহনপুর ব্লক ডেভেলপমেন্ট অফিসারকে অবহিত করা হয় এবং তারা যৌথভাবে আহতদের মহনপুর কমিউনিটি হেলথ সেন্টারে পাঠানোর ব্যবস্থা করেন। সেখান থেকে আহতদের দেবগর সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এখন পর্যন্ত মৃতদের পরিচয় শনাক্ত করা যায়নি। তাদের মরদেহ দেবগর সদর হাসপাতালে পাঠানো হয়েছে, যেখানে আহতরা চিকিৎসা নিচ্ছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গুরুতর আহত হয়েছেন ২০ জনেরও বেশি ভক্ত।

Md Abu Bakar Siddique:
X

Headline

You can control the ways in which we improve and personalize your experience. Please choose whether you wish to allow the following:

Privacy Settings