এশীয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি) অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়িত “স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (SICIP)”-এর অধীনে “উদ্যোক্তা উন্নয়ন প্রোগ্রাম”-এর সমাপনী অনুষ্ঠান ময়মনসিংহ অঞ্চলে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে এনসিসি ব্যাংক পিএলসি’র আয়োজনে সফলভাবে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ময়মনসিংহ অফিসের সম্মানিত নির্বাহী পরিচালক জনাব মো. কাউসার মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন SICIP-এর প্রোগ্রাম ডিরেক্টর ও বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি, ঢাকা এর অতিরিক্ত পরিচালক জনাব মো. নজরুল ইসলাম এবং যুগ্ম পরিচালক ও ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর জনাব মো. আয়ুব আলী। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন এনসিসি ব্যাংক পিএলসি’র সম্মানিত ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব মো. জাকির আনাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনসিসি ব্যাংক পিএলসি’র হেড অফ এসএমই জনাব শরীফ এম. মহসিন।
সম্মানিত অতিথিবৃন্দ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন। আনন্দঘন পরিবেশে অংশগ্রহণকারী ২৫ জন উদ্যোক্তার মধ্যে ২৩ জনকে মোট ৩৯ লক্ষ টাকার ঋণ অনুমোদনপত্র প্রদান করা হয়, পাশাপাশি সকলকে সনদপত্র ও সম্মানী প্রদান করা হয়।
অনুষ্ঠানের শেষে এক প্রাণবন্ত উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়, যেখানে অতিথিবৃন্দ প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাদের স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সার্বিক আয়োজনে সন্তোষ প্রকাশ করেন।