পত্রিকার পাতা
ঢাকারবিবার , ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

মরক্কোকে হারিয়ে রেকর্ড ১০ম শিরোপা নাইজেরিয়ার

Md Abu Bakar Siddique
জুলাই ২৭, ২০২৫ ১:০৮ অপরাহ্ণ
Link Copied!

দ্বিতীয়ার্ধে দারুণ এক প্রত্যাবর্তনের মাধ্যমে স্বাগতিক মরক্কোকে ৩-২ গোলে হারিয়ে নারী আফ্রিকা কাপ অব নেশন্স (ওয়াফকন)–এ রেকর্ড গড়া দশম শিরোপা জিতেছে নাইজেরিয়া। রাবাতে অনুষ্ঠিত ফাইনালের প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে গিয়েছিল মরক্কো। ঘিজলানে চেববাকের দুর্দান্ত বাঁকানো শট এবং সানা মাসৌদির গোলে স্বাগতিকরা আত্মবিশ্বাসী লিড নেয়।

কিন্তু দ্বিতীয়ার্ধে নাটকীয় রূপ নেয় ম্যাচটি। ৬৪তম মিনিটে ফোলামিদে ইজামিলুসির ক্রসে নুহাইলা বেনজিনার হ্যান্ডবল থেকে পাওয়া পেনাল্টি থেকে গোল করেন এসথার ওকোরোনকো। এরপর ৭১তম মিনিটে ওকোরোনকোর পাস থেকেই ইজামিলুসি সমতায় ফেরান দলকে।

পুরো ম্যাচে অনুপ্রেরণাদায়ী ভূমিকা রাখা ওকোরোনকো ৮৮তম মিনিটে বদলি খেলোয়াড় জেনিফার একেচিনিকে দিয়ে জয়সূচক গোল করান।

রাবাতের ২১ হাজার দর্শক ধারণক্ষম স্টেডিয়াম শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই স্তব্ধ হয়ে পড়ে—সুপার ফ্যালকনদের অবিশ্বাস্য কামব্যাকের সামনে হতবাক হয়ে যান স্থানীয় দর্শকরা। নাইজেরিয়ান খেলোয়াড়রা তখন মাঠেই উল্লাসে লুটিয়ে পড়েন। ‘মিশন এক্স’ নামে এই অভিযান সফল করে ২০১৮ সালের পর আবারও শিরোপা ঘরে তোলে সুপার ফ্যালকনরা। ওয়াফকনের ফাইনালে তাদের শতভাগ জয়ের রেকর্ডও অক্ষুন্ন থাকে।

সুপার ফ্যালকনরা এর আগে দক্ষিণ আফ্রিকা (২০০০) এবং ক্যামেরুনকে (২০১৬) হারিয়ে স্বাগতিকদের বিপক্ষে ফাইনালে জয় পেয়েছিল। এবার মরক্কোকে হারিয়ে সেই তালিকায় আরেকটি নাম যোগ করল। সূত্র: বিবিসি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।