X

মরক্কোকে হারিয়ে রেকর্ড ১০ম শিরোপা নাইজেরিয়ার

দ্বিতীয়ার্ধে দারুণ এক প্রত্যাবর্তনের মাধ্যমে স্বাগতিক মরক্কোকে ৩-২ গোলে হারিয়ে নারী আফ্রিকা কাপ অব নেশন্স (ওয়াফকন)–এ রেকর্ড গড়া দশম শিরোপা জিতেছে নাইজেরিয়া। রাবাতে অনুষ্ঠিত ফাইনালের প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে গিয়েছিল মরক্কো। ঘিজলানে চেববাকের দুর্দান্ত বাঁকানো শট এবং সানা মাসৌদির গোলে স্বাগতিকরা আত্মবিশ্বাসী লিড নেয়।

কিন্তু দ্বিতীয়ার্ধে নাটকীয় রূপ নেয় ম্যাচটি। ৬৪তম মিনিটে ফোলামিদে ইজামিলুসির ক্রসে নুহাইলা বেনজিনার হ্যান্ডবল থেকে পাওয়া পেনাল্টি থেকে গোল করেন এসথার ওকোরোনকো। এরপর ৭১তম মিনিটে ওকোরোনকোর পাস থেকেই ইজামিলুসি সমতায় ফেরান দলকে।

পুরো ম্যাচে অনুপ্রেরণাদায়ী ভূমিকা রাখা ওকোরোনকো ৮৮তম মিনিটে বদলি খেলোয়াড় জেনিফার একেচিনিকে দিয়ে জয়সূচক গোল করান।

রাবাতের ২১ হাজার দর্শক ধারণক্ষম স্টেডিয়াম শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই স্তব্ধ হয়ে পড়ে—সুপার ফ্যালকনদের অবিশ্বাস্য কামব্যাকের সামনে হতবাক হয়ে যান স্থানীয় দর্শকরা। নাইজেরিয়ান খেলোয়াড়রা তখন মাঠেই উল্লাসে লুটিয়ে পড়েন। ‘মিশন এক্স’ নামে এই অভিযান সফল করে ২০১৮ সালের পর আবারও শিরোপা ঘরে তোলে সুপার ফ্যালকনরা। ওয়াফকনের ফাইনালে তাদের শতভাগ জয়ের রেকর্ডও অক্ষুন্ন থাকে।

সুপার ফ্যালকনরা এর আগে দক্ষিণ আফ্রিকা (২০০০) এবং ক্যামেরুনকে (২০১৬) হারিয়ে স্বাগতিকদের বিপক্ষে ফাইনালে জয় পেয়েছিল। এবার মরক্কোকে হারিয়ে সেই তালিকায় আরেকটি নাম যোগ করল। সূত্র: বিবিসি

Md Abu Bakar Siddique:
X

Headline

You can control the ways in which we improve and personalize your experience. Please choose whether you wish to allow the following:

Privacy Settings