X

মুন্নি সাহা দম্পতির ৩১ ব্যাংক হিসাব ফ্রিজ

মুন্নি সাহা দম্পতির ৩১ ব্যাংক হিসাব ফ্রিজ

সাংবাদিক মুন্নি সাহা ও তার স্বামী কবির হোসেনের ৩১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশ দেওয়া হয়েছে। 

বুধবার (১৬ জুলাই) ঢাকার  মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদন মঞ্জুর করে ওই আদেশ দেন। 

দুদকের উপপরিচালক ইয়াছির আরাফাত ওই ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করার আবেদন করেন।

আবেদনে বলা হয়, সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামী এম এস প্রমোশনালের স্বত্বাধিকারী কবির হোসেনের বিরুদ্ধে ব্যাংক হিসাবে অবৈধ উপায়ে অর্থ উপার্জন এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের অনুসন্ধান চলমান।

 

অনুসন্ধানের তথ্য অনুযায়ী, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে অসংখ্য ব্যাংক হিসাব ও তাতে অনেক সন্দেহজনক লেনদেন পাওয়া গেছে।  হিসাবগুলোর স্থিতির পরিমাণ ১৮ দশমিক ১৬ কোটি টাকা।

তারা এসব অর্থ উত্তোলন করে বিদেশে পাচারের চেষ্টা করছেন। যেসব অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে, তা মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ১০ ও ১৪ ধারা ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা ২০০৭এর ১৮ ধারার বিধান মতে অবরুদ্ধ করা  আবশ্যক।

Md Abu Bakar Siddique:
X

Headline

You can control the ways in which we improve and personalize your experience. Please choose whether you wish to allow the following:

Privacy Settings