X

যমুনা ব্যাংকের নতুন ডিএমডি জাহাঙ্গীর আলম

যমুনা ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) পদে যোগ দিয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম। 

যমুনা ব্যাংকে যোগ দেওয়ার আগে জাহাঙ্গীর আলম সিটি ব্যাংক পিএলসিতে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) ও ক্লাস্টার হেড (পাবলিক সেক্টর, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ এবং সার্ভিস সেক্টর) পদে ২০১৫ সাল থেকে হোলসেল ব্যাংকিং ডিভিশনে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি সিটি ব্যাংকে হেড অব স্ট্রাকচার্ড ফাইন্যান্স, ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেডে হেড অব ইনভেস্টমেন্ট ব্যাংকিং হিসেবে কাজ করেছেন। ২০০৪ সালে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও) হিসেবে ইস্টার্ন ব্যাংক লিমিটেডে (ইবিএল) কর্মজীবন শুরু করে ধাপে ধাপে এভিপি ও সিনিয়র ম্যানেজার এবং স্ট্রাকচার্ড ফাইন্যান্স ইউনিট পর্যন্ত উন্নীত হন।

জাহাঙ্গীর আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি সম্পন্ন করেন, যেখানে তিনি এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ে মেজর করেন। তিনি মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় স্টার মার্কসহ প্রথম বিভাগে উত্তীর্ণ হন।

মোহাম্মদ জাহাঙ্গীর আলমের এই নিয়োগ যমুনা ব্যাংকের নেতৃত্ব কাঠামোকে আরও সুদৃঢ় করার প্রতিশ্রুতিরই প্রতিফলন, যেখানে উদ্ভাবন, টেকসই অগ্রগতি ও গ্রাহকসেবায় উৎকর্ষ সাধনের লক্ষ্যে অভিজ্ঞ ও গতিশীল পেশাদারদের সম্পৃক্ত করা হচ্ছে।

Md Abu Bakar Siddique:
X

Headline

You can control the ways in which we improve and personalize your experience. Please choose whether you wish to allow the following:

Privacy Settings