X

যশোরে কৃষকদের দক্ষতা বৃদ্ধিতে ফিল্ড স্কুল চালু

যশোরের চৌগাছা উপজেলায় কৃষকদের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে ‘ফিল্ড স্কুল’ চালু হয়েছে।সোমবার  (১৮ আগস্ট) উপজেলার বাড়ীয়ালী গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সিমিট বাংলাদেশের যৌথ আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন যশোর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আলমগীর বিশ্বাস।বাড়ীয়ালী যুব পাঠাগার মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, অন্টাপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এটি বাস্তবায়িত হয়।স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুশাব্বির হোসাইন মিজানুর রহমান।বিশেষ অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপপরিচালক কৃষিবিদ মোশাররফ হোসেন ও সিমিট বাংলাদেশের আঞ্চলিক সমন্বয়কারী জাকারিয়া হাসান।বক্তারা বলেন, কৃষকদের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুলে উত্তম কৃষি চর্চা, আধুনিক সেচ প্রযুক্তি, যন্ত্রের উত্তম ব্যবহার, মানসম্মত তথ্য ব্যবস্থাপনা ও ফার্মার্স সার্ভিস সেন্টারের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

এ ধরনের মতবিনিময় সভা কৃষকদের অভিজ্ঞতা বিনিময়, প্রশিক্ষণ ও উদ্ভাবনী চর্চার সুযোগ তৈরি হয়।এ ছাড়া পার্টনার ফিল্ড স্কুল প্রশিক্ষণের মাধ্যমে ফসলের বহুমুখীকরণ, নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষি উদ্যোক্তা তৈরি, কৃষিপণ্য টেকসই ভ্যালুচেইন সৃষ্টি, অধিক ফলন উৎপাদন, প্রযুক্তি ব্যবহার, নিরাপদ খাদ্য নিশ্চিত, পুষ্টি সমৃদ্ধ ফলজ ও সবজি খামার গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

Md Abu Bakar Siddique:
X

Headline

You can control the ways in which we improve and personalize your experience. Please choose whether you wish to allow the following:

Privacy Settings