X

যশোরে ৫১তম নুতন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন রওনক জাহান

যশোরে ৫১তম নুতন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন রওনক জাহান
যশোরে পুলিশ প্রধান হিসেবে প্রথম বারের মতো নারী পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব নিরেন নারী পুলিশ কর্মকর্তা রওনক জাহান। মঙ্গলবার (৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। এর আাগে তিনি ডিএমপির উপকমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন। নারী এই পুলিশ সুপার নেত্রকোনা জেলার বাসিন্দা বলে জানা গেছে।
রওনক জাহান যশোরে প্রথম ৫১তম পুলিশ সুপার হিসাবে যোগদান করলেন। যশোর জেলার যে কয়জন পুলিশ সুপারের দায়িত্ব পেয়েছেন তিনি তার মধ্যে একমাত্র নারী পুলিশ সুপার। তিনি ২৭ বিসিএস ক্যাডার। নেত্রকোণা জেলার পূর্বধলার সন্তান রওনক জাহান।
রওনক জাহান দীর্ঘদিন ধরে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ডিএমপির উপপুলিশ কমিশনার হিসেবে তিনি পেশাদারিত্ব ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন।
যশোরের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণের পর রওনক জাহান জেলার নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবেন বলে এ জেলার মানুষ ধারণা করা হচ্ছে।
এদিকে যশোরের সাবেক পুলিশ সুপার মো জিয়াউদ্দিন আহম্মেদকে পুলিশ অধিদপ্তর,ঢাকায় সংযুক্ত এসপি হিসেবে বদলি করা হয়েছে।

Main Admin:
X

Headline

You can control the ways in which we improve and personalize your experience. Please choose whether you wish to allow the following:

Privacy Settings