পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ৩রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

যুদ্ধ ক্ষেত্রে যৌন সহিংসতা, ইসরায়েল ও রাশিয়াকে সতর্ক করল জাতিসংঘ

Md Abu Bakar Siddique
আগস্ট ১৩, ২০২৫ ১২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইসরায়েল ও রাশিয়াকে সতর্ক করে জানিয়েছেন। সংঘাতপূর্ণ অঞ্চলে যৌন সহিংসতার অভিযোগে দুই দেশের সশস্ত্র বাহিনী ও নিরাপত্তা বাহিনী আগামী বছরের প্রতিবেদনে ‘সন্দেহভাজন তালিকায়’ অন্তর্ভুক্ত হতে পারে।

মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উপস্থাপিত সংঘাত-সংশ্লিষ্ট যৌন সহিংসতা বিষয়ক বার্ষিক প্রতিবেদনে গুতেরেস বলেন, জাতিসংঘের ধারাবাহিক তদন্তে দুই দেশের বিরুদ্ধে যৌন সহিংসতার ‘উদ্বেগজনক ধারা’ নথিভুক্ত হয়েছে।

ইসরায়েলের ক্ষেত্রে মহাসচিব উল্লেখ করেন, ফিলিস্তিনি বন্দিদের বিরুদ্ধে ইসরায়েলি সেনা ও নিরাপত্তা বাহিনীর যৌন সহিংসতা, যেমন— যৌনাঙ্গে নির্যাতন, দীর্ঘ সময় জোরপূর্বক নগ্ন রাখা, এবং বারবার অপমানজনক তল্লাশি চালানোর ঘটনা নথিভুক্ত হয়েছে। তবে ইসরায়েল জাতিসংঘ পর্যবেক্ষকদের প্রবেশাধিকার না দেওয়ায় ‘সুনির্দিষ্ট প্যাটার্ন’ নির্ধারণ কঠিন হয়ে পড়েছে। তিনি ইসরায়েল সরকারকে তাৎক্ষণিক ব্যবস্থা, তদন্ত, সেনা ও নিরাপত্তা বাহিনীর জন্য আচরণবিধি প্রণয়ন এবং জাতিসংঘের পর্যবেক্ষকদের অবাধ প্রবেশের আহ্বান জানান।

এদিকে, ২০২৪ সালের জুলাইয়ে স্দে তেইমান কারাগারে এক ফিলিস্তিনি বন্দিকে সামরিক প্রহরী কর্তৃক গণধর্ষণের অভিযোগে নয়জন ইসরায়েলি সেনাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছিল, নির্যাতনের পর ওই বন্দিকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল।

রাশিয়ার ক্ষেত্রে গুতেরেস জানান, ইউক্রেন ও রাশিয়ার ৭২টি (৫০টি সরকারি ও ২২টি বেসরকারি) আটক কেন্দ্রে ইউক্রেনীয় যুদ্ধবন্দিদের যৌনাঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট করা, পেটানো, পোড়ানো, জোরপূর্বক নগ্ন রাখা ইত্যাদি নির্যাতনের বহু ঘটনা নথিভুক্ত হয়েছে। যা স্বীকারোক্তি আদায় বা অপমানের জন্য করা হয়েছে। রুশ কর্তৃপক্ষ এ বিষয়ে জাতিসংঘ দূতের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেনি।

ইসরায়েলের জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূত দানি দানোন অভিযোগগুলো ‘ভিত্তিহীন’ আখ্যা দিয়ে বলেন, জাতিসংঘকে হামাসের যুদ্ধাপরাধ ও যৌন সহিংসতার দিকে মনোযোগ দেওয়া উচিত।

এই প্রতিবেদন আন্তর্জাতিক পরিসরে দুই দেশের বিরুদ্ধে মানবাধিকার ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।

সূত্র: আল জাজিরা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।