পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ৩রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

রাবি ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা পদ পেলেন বহিষ্কৃত ৩ নেতাকর্মী

Md Abu Bakar Siddique
আগস্ট ১৭, ২০২৫ ৪:০৯ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের ১১৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। এতে বহিষ্কৃত তিন নেতাকর্মীও পদ পেয়েছেন। শনিবার (১৬ আগস্ট) রাত কেন্দ্রীয় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি হয়েছেন সুলতান আহমেদ রাহী ও সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ। এছাড়া কমিটিতে ২৫ জন সহ-সভাপতি হিসেবে আছেন।  সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে আছেন শফিকুল ইসলাম শফিক। এছাড়াও ২৮ জন যুগ্ম-সাধারণ সম্পাদক রয়েছেন।

কমিটিতে মাহমুদুল মিঠুসহ ২৩ জন সহ-সাংগঠনিক সম্পাদক রয়েছেন। প্রচার সম্পাদক হিসেবে আছেন রাফি খান, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান পুলক, ছাত্রী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌসী, আইন বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন প্রমুখ। বহিষ্কারাদেশ প্রত্যাহারকৃত নেতাকর্মীরা হলেন- ফারুক হোসেন, আহসান হাবীব ও হাসিবুল হাসান। নতুন পূর্ণাঙ্গ কমিটিতে ফারুক হোসেন ও আহসান হাবিব সহ-সভাপতি এবং হাসিবুল হাসান যুগ্ম-সাধারণ সম্পাদক পদ পেয়েছেন। পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার আগে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত দুইটি পৃথক আদেশে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। জুলাই গণঅভ্যুত্থানের পর চাঁদাবাজির অভিযোগে তারা বহিষ্কৃত হন।

উল্লেখ্য, এদিন রাতেই ১১টি ছাত্র হলে আংশিক কমিটি ঘোষণা দিয়েছে শাখা ছাত্রদল। নতুন হল কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।