X

রূপগঞ্জে ছেলেকে পানিতে ডুবিয়ে হত্যার পর পুলিশের কাছে বাবার আত্নসমর্পণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো এলাকায় ৬বছরের শিশু সন্তান জুলফিকার জিহাদকে পানিতে ডুবিয়ে হত্যা করে পুলিশ ফাঁড়িতে গিয়ে হত্যার দায় ¯ী^কার করেছে বাবা জুবায়ের হাসান(৩৮)। গত ১০ডিসেম্বর মঙ্গলবার রাতে ডোবা থেকে শিশুর মরদেহ ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার করে পুলিশ। রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো এলাকায় এ ঘটনা ঘটে। জুবায়ের হাসানকে গ্রেফতার দেখিয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। জুবায়ের হাসান নরসিংদী সদর উপজেলার নাগরিয়াকান্দি গ্রামের হানিফ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, ২০১৬ সালে জুবায়ের হাসানের সঙ্গে একই এলাকার পারভীন আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জের ধরে আসছিলো। গত অক্টোবর মাসে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী পারভীন আক্তার(২৪) ছেলে জুলফিকার জিহাদকে স্বামী জুবায়ের হাসানের কাছে রেখে বাবার বাড়ি চলে যায়। এরপর থেকে ছেলে জুলফিকার জিহাদ পিতা জুবায়ের হাসানের কাছে থাকে। গত ৯ডিসেম্বর সকালে জুবায়ের হাসান চাকরির খোঁজে ছেলেকে সঙ্গে নিয়ে রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকায় আসেন। সারাদিন খুঁজে সে কোনো কাজের সন্ধান পায়নি। ছেলে জুলফিকার জিহাদ মায়ের কাছে যাওয়ার জন্য কান্নায় ভেঙ্গে পড়ে। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে জুবায়ের হাসান ছেলেকে হত্যা করার সিদ্ধান্ত নেন। সন্ধ্যায় ভুলতা গাউছিয়ার অদূরে গোলাকান্দাইল-কাঞ্চন সড়কের আমলাবো মুন্সী ফিলিং স্টেশনের পাশে ডোবার পানিতে ডুবিয়ে ছেলে জুলফিকার জিহাদকে হত্যা করে। পরে জুলফিকার জিহাদের মরদেহ কচুরিপানায় ঢেকে রেখে জুবায়ের হাসান আতেœাগোপনে যায়। গত ১০ডিসেম্বর মঙ্গলবার ডোবায় এসে পিতা জুবায়ের হাসান ছেলের বিকৃত মরদেহ দেখে কান্নায় ভেঙ্গে পড়েন। তখন জুবায়ের হাসানের মধ্যে অনুশোচনা আসে। তিনি মানসিকভাবে সিদ্ধান্ত নেন পুলিশে আতœসমর্পণ করবেন। রাতে তিনি ভুলতা ফাঁড়ি পুলিশে আত্নসমর্পণ করেন।
রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। জুলফিকার জিহাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। পিতা জুবায়ের হাসানকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Main Admin:
X

Headline

You can control the ways in which we improve and personalize your experience. Please choose whether you wish to allow the following:

Privacy Settings