X

রূপগঞ্জে বসুন্ধরা সিমেন্টের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর পয়েন্ট উদ্বোধন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেশের জনপ্রিয় সিমেন্ট বসুন্ধরা সিমেন্টের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউট পয়েন্ট উদ্বোধন করা হয়েছে। ক্রেতাদের কাছে সহজে ও দ্রুত সময়ে সিমেন্ট পৌঁছে দেয়ার লক্ষ্যে সোমবার (২১ জুলাই) দুপুরে উপজেলার ভুলতা গাউছিয়া এলাকার আজিজ সুপার মার্কেটে ‘মেসার্স সততা বিল্ডার্সে’ এ পয়েন্টের উদ্বোধন করা হয়।

এটি রূপগঞ্জ ও আড়াইহাজার উপজেলার জন্য এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর পয়েন্ট হিসেবে চালু করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিমেন্ট সেক্টরের এসবিজি’র চিফ সেলস অফিসার শাহ জামাল সিকদার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন এসবিজি’র জেনারেল ম্যানেজার আজাদ রহমান এবং জিএম (মার্কেটিং) মো. আলাউদ্দিন।

অনুষ্ঠানে চিফ সেলস অফিসার শাহ জামাল সিকদার বলেন, আমাদের সিমেন্ট দেশের যেকোনো দোকান থেকে কিনে বুয়েট, কুয়েট বা অন্যান্য পরীক্ষাগারে টেস্ট করানো যাবে, খরচ বসুন্ধরা বহন করবে। আমাদের জানালেই চলবে, এমনকি আমাদের কাছ থেকে না কিনলেও হবে। মেট্রোরেলসহ দেশের বিভিন্ন বড় প্রকল্পে বসুন্ধরা সিমেন্ট ব্যবহৃত হচ্ছে।

তিনি আরও বলেন, রূপগঞ্জ ও আড়াইহাজারে দ্রুত সরবরাহ নিশ্চিত করতে দুটি পরিবহন গাড়ি নির্ধারণ করা হয়েছে। আমরা বিশ্বাস করি, বসুন্ধরা সিমেন্ট এ অঞ্চলে বিক্রির শীর্ষে পৌঁছে যাবে।

জিএম আজাদ রহমান বলেন, আজকের এ অনুষ্ঠান বসুন্ধরা ও সততা বিল্ডার্সের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আমরা চাই, এই যাত্রায় সবাই সততা বিল্ডার্সের পাশে থাকবেন।

জিএম (মার্কেটিং) মো. আলাউদ্দিন বলেন, বসুন্ধরা গ্রুপ থেমে যাওয়ার জন্য আসেনি। আমাদের লক্ষ্য আরও অনেক দূর এগিয়ে যাওয়া। আমরা বাংলাদেশের প্রথম দিক থেকেই সিমেন্ট উৎপাদন করে আসছি।

এ সময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র ম্যানেজার মো. শওকত ওসমান, সহকারী ম্যানেজার নাজমুল হক, এরিয়া সেলস ম্যানেজার রবিউল হাসান, মেসার্স সততা বিল্ডার্সের স্বত্বাধিকারী মো. চান মিয়া ও মো. শাহ আলম।

Md Abu Bakar Siddique:
X

Headline

You can control the ways in which we improve and personalize your experience. Please choose whether you wish to allow the following:

Privacy Settings