X

রোহিত শর্মাকে এবার দেখা গেল বড় পর্দায়!

হয় গ্যালারিতে বসে নয়তো টেলিভিশনের পর্দায় তাকে দেখতে অভ্যস্ত ভক্তেরা। সেই রোহিত শর্মাকে এবার দেখা গেল বড় পর্দায়। প্রেক্ষাগৃহে ভারতের ওয়ানডে অধিনায়ককে দেখে নিজেদের ধরে রাখতে পারলেন না ভক্তেরা। চলল উন্মাদনা। উড়ল টাকা, ফুল।

না, রোহিত অভিনয় জগতে যাননি। আপাতত বড়পর্দায় আত্মপ্রকাশের কথাও জানাননি তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেও এখনও এক দিনের ক্রিকেটের অধিনায়ক তিনি। অভিনয় না করলেও বড়পর্দায় জায়গা করে নিয়েছেন তিনি। নেপথ্যে মহেশ বাবু ও রোহিতের ভক্তকূল।

গতকাল শনিবার (৯ অগস্ট) ছিল মহেশ বাবুর ৫০তম জন্মদিন। সেই উপলক্ষ্যে একটা বিশেষ ব্যবস্থা করেছিলেন তার ভক্তেরা। বড়পর্দায় তাকে সম্মান জানানোর ব্যবস্থা করা হয়। সেখানে জুড়ে যান রোহিতের ভক্তেরাও। তারা ঠিক করেন, দুই তারকাকে একসঙ্গে সম্মান জানাবেন। সেইমতো দুইজনের ক্যারিয়ারের বিভিন্ন ঘটনা মিলিয়ে একটা ভিডিও তৈরি করেন তারা। সেটা চালানো হয় বড়পর্দায়।

ভিডিওতে মহেশ বাবু ও রোহিতকে দুই আলাদা জগতের দুই নক্ষত্র হিসাবে দেখানো হয়েছে। বলা হয়েছে, তারা দুইজনেই নিজের নিজের ক্ষেত্রে আলাদা জায়গা তৈরি করেছেন। পাশাপাশি দুই তারকার খারাপ সময়ও দেখানো হয়েছে ভিডিওতে। তবে সেখানেই থেমে থাকেননি ভক্তেরা। দুই তারকার প্রত্যাবর্তনও দেখানো হয়েছে ভিডিওতে। রোহিতের প্রত্যাবর্তন হিসাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জয়কে দেখানো হয়েছে। মহেশ বাবুর প্রত্যাবর্তন হিসাবে অভিনয়ের জন্য তার পুরস্কার জেতাকে দেখানো হয়েছে।

যখনই রোহিতের ছবি বড়পর্দায় দেখা গেছে তখনই চিৎকার শুরু হয়েছে প্রেক্ষাগৃহে। একই অবস্থা মহেশ বাবুর জন্যও। দুই তারকাকে দেখে টাকা ওড়াতে শুরু করেন ভক্তেরা। চলে নাচ। দেখে বোঝা যাচ্ছিল, প্রেক্ষাগৃহের ভেতরে উৎসবের পরিবেশ।

এখন আপাতত খেলার বাইরে রোহিত। কয়েক দিন আগে লন্ডনে গিয়েছিলেন তিনি। সেখানে ওভালে ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট দেখতে গিয়েছিলেন রোহিত। মাঠে বসে যশস্বী জয়সওয়ালের শতরান উপভোগ করেন তিনি।

এর পরে ভারতের এক দিনের প্রতিযোগিতা অস্ট্রেলিয়ায়। অক্টোবর মাসে সেই প্রতিযোগিতায় আবার মাঠে নামতে দেখা যেতে পারে রোহিতকে। ক্রিকেটের দুই ফরম্যাটকে বিদায় জানালেও তার উন্মাদনা যে একটুও কমেনি তা বোঝা গেল ভক্তদের কাণ্ডে। সূত্র: আনন্দবাজার

Md Abu Bakar Siddique:
X

Headline

You can control the ways in which we improve and personalize your experience. Please choose whether you wish to allow the following:

Privacy Settings