X

লাইফটাইম ডিসপ্লে ওয়ারেন্টিসহ পাওয়া যাচ্ছে ওয়ানপ্লাস নর্ড ৫ সিরিজ

লাইফটাইম ডিসপ্লে ওয়ারেন্টিসহ পাওয়া যাচ্ছে ওয়ানপ্লাস নর্ড ৫ সিরিজ

ওয়ানপ্লাস বাংলাদেশে বহুল প্রতীক্ষিত নর্ড ৫ সিরিজ অফিশিয়ালি উন্মোচন করেছে। বুধবার (১৬ জুলাই) থেকে সারা দেশে পাওয়া যাচ্ছে এই সিরিজের দুটি ফোন নর্ড ৫ এবং নর্ড ৫এসই। মেইড ইন বাংলাদেশ নর্ড ৫ সিরিজের অফিশিয়াল চ্যানেলের মাধ্যমে কেনা ফোনগুলোর জন্য থাকছে লাইফটাইম ডিসপ্লে ওয়ারেন্টি। ভার্টিক্যাল লাইন ইস্যু ফেস করা ব্যবহারকারীরা এতে বিশেষভাবে উপকৃত হবেন।ওয়ানপ্লাস নর্ড ৫ ফোনে রয়েছে স্ন্যাপড্রগন ৮ এস জেন থ্রি ফ্ল্যাগশিপ চিপসেট, ৬৮০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেলের সামনের ও পেছনের ক্যামেরা। অন্যদিকে, ওয়ানপ্লাস নর্ড সিই৫-তে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ অ্যাপেক্স চিপ, স্মুথ গ্রাফিক্স ও এলপিডিডিআর ৫ এক্স র‍্যাম। ফোনটির বিশাল ৭,১০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি দীর্ঘস্থায়ী ব্যবহার ও স্মুথ মাল্টিটাস্কিং নিশ্চিত করে। এই ক্যাটাগরির ফোনে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাটারি ও শক্তিশালী চিপসেট।

গেমিং বা ব্যবহার অভিজ্ঞতা আরও উন্নত করতে ওয়ানপ্লাস নর্ড ৫ পাওয়া যাচ্ছে ৫৩ হাজার ৯৯৯ টাকায়। আর যারা বেশি ব্যাটারি ও শক্তিশালী পারফরম্যান্স চান, তাদের জন্য নর্ড সিই৫-এর দাম মাত্র ৩৫ হাজার ৯৯৯ টাকা।

ওয়ানপ্লাস নর্ড ৫ সিরিজ পাওয়া যাচ্ছে দেশের সব অফিশিয়াল ওয়ানপ্লাস স্টোর ও রিটেইল স্টোরে। স্টোর লোকেশন জানতে ভিজিট করুন: https://www.oneplus.com/bd/experience-and-retail#/

এ ছাড়া অনলাইনে পিকাবু ও গ্যাজেট অ্যান্ড গিয়ারের স্টোরেও পাওয়া যাচ্ছে স্মার্টফোনগুলো।

লাইফটাইম ডিসপ্লে ওয়ারেন্টি 

ওয়ানপ্লাস সব সময়ই গুণগত মান ও ব্যবহারকারীদের আস্থাকে গুরুত্ব দেয়। এবার বাংলাদেশে তৈরি করা ওয়ানপ্লাস ফোনে প্রথমবারের মতো থাকছে লাইফটাইম ডিসপ্লে ওয়ারেন্টি। ফোনে ভার্টিক্যাল লাইন সমস্যার সুরক্ষা দেবে এই ওয়ারেন্টি। তবে বাইরের আঘাত, অপব্যবহার বা মানবসৃষ্ট ক্ষতি এই ওয়ারেন্টির আওতায় পড়বে না। সুবিধাটি ওয়ানপ্লাস অথরাইজড সার্ভিস সেন্টারে শর্তসাপেক্ষে দেওয়া হবে ও পার্টস সরবরাহ থাকাকালীন পর্যন্ত কার্যকর থাকবে। ওয়ানপ্লাস এই অফারের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার সংরক্ষণ করে।

ওয়ানপ্লাস বাংলাদেশের সিইও মেঙ্ক ওয়াং বলেন, ‘আমরা ব্যবহারকারীদের প্রয়োজনকে সব সময় গুরুত্ব দিই। তারা চায় আরও শক্তিশালী ফোন, দীর্ঘস্থায়ী ব্যাটারি ও নিশ্চয়তা। তাই নর্ড ৫ সিরিজে আমরা শক্তিশালী পারফরম্যান্সের পাশাপাশি বাংলাদেশে তৈরি ফোনের জন্য ইন্ডাস্ট্রি-ফার্স্ট লাইফটাইম ডিসপ্লে ওয়ারেন্টিও দিচ্ছি। এটি স্থানীয় উৎপাদনে আমাদের আস্থা ও ব্যবহারকারীদের ফিডব্যাকের প্রতি আমাদের প্রতিশ্রুতির প্রমাণ। ওয়ানপ্লাসে আমরা বিশ্বাস করি- আপনার আস্থাই আমাদের অঙ্গীকার।’

সার্ভিস ও সাপোর্ট নিশ্চিত করতে ওয়ানপ্লাস দেশব্যাপী ৩৬টি আফটার-সেলস সেন্টার গড়ে তুলেছে, যার মধ্যে ২৪টি সার্ভিস সেন্টার ও ১২টি সার্ভিস পয়েন্ট। মাত্র এক বছরের মধ্যেই ওয়ানপ্লাস স্থানীয় বাজারে ব্যবহারকারীদের আস্থা অর্জনে মনোযোগ দিয়েছে। লাইফটাইম ডিসপ্লে ওয়ারেন্টি এরই একটি বাস্তব, চিন্তাশীল পদক্ষেপ।

ফোনের পাশাপাশি ওয়ানপ্লাসের সব আইওটি প্রোডাক্ট যেমন- ওয়ানপ্লাস প্যাড ৩, প্যাড লাইট, ওয়াচ ৩, ওয়াচ ৩ ৪৩এমএম, বাডস ৪ এখন বাংলাদেশের অফিশিয়াল স্টোর এবং অনলাইন পার্টনারদের মাধ্যমে পাওয়া যাচ্ছে।

Md Abu Bakar Siddique:
X

Headline

You can control the ways in which we improve and personalize your experience. Please choose whether you wish to allow the following:

Privacy Settings