কক্সবাজার সমুদ্রসৈকত থেকে ১ হাজার ৩৭২ কিলোমিটার হেঁটে গিয়ে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টে আরোহণ করেন ইকরামুল হাসান শাকিল। তাঁর অভিযানের নাম ‘সি টু সামিট’। সমুদ্র থেকে শিখর জয়ের এই অভিযান শেষে বেশ কয়েক দিন আগেই নেপাল থেকে দেশে ফিরেছেন বাংলাদেশি পর্বতারোহী। গতকাল ২০ জুন রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে তাঁকে ঘিরেই আয়োজন করা হয়েছিল পতাকা-প্রত্যর্পণ অনুষ্ঠান।
বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের এ অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, বাংলাদেশে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারিসহ শাকিলের অভিযানের স্পনসর প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপ, ইউএনডিপি বাংলাদেশ ও সিস্টেমা টুথব্রাশের কর্মকর্তারা। এ অনুষ্ঠানে অভিযানের নানা চ্যালেঞ্জ ও সফলতার গল্প ছবি ও ভিডিওর মাধ্যমে শোনান শাকিল। তাঁর তোলা সেই সব ছবির সাতটি রইল এখানে।