X

শাবিপ্রবিতে ‘জুলাই শহিদ দিবস’ পালিত

শাবিপ্রবিতে ‘জুলাই শহিদ দিবস’ পালিত

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের স্মরণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘জুলাই শহিদ দিবস’ পালিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে র‍্যালির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, এবং দিবসটি উদ্যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. আহমদ কবির চৌধুরী। এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, প্রক্টরিয়াল বডির সদস্য, হল প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা শহিদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন বলেন, ‘যে স্বপ্নকে লালন করে এই আন্দোলন হয়েছিল, সেই স্বপ্ন বাস্তবায়ন জরুরি। অতীতে গণতন্ত্রের নামে বহু নিরপরাধ মানুষকে হত্যা করা হয়েছে—এর বিচার অবশ্যই হওয়া প্রয়োজন।’

উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম বলেন, ‘গত বছরের ১৬ জুলাইয়ে বাংলাদেশের মাটিতে আবু সাঈদের রক্ত এত তেজোদ্দীপ্ত হয়ে আন্দোলনের স্ফুলিঙ্গ হয়ে ছড়িয়ে পড়বে কেউ ভাবেনি। এটি ছিল একটি সম্মিলিত জনআন্দোলন, যা সকলের অংশগ্রহণে সফল হয়।’

উপাচার্য অধ্যাপক ড. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, ‘রাষ্ট্রযন্ত্র যখন জনগণের বিরুদ্ধে ব্যবহৃত হয়, তখনই গণ-প্রতিরোধ জন্ম নেয়। দেশের সার্বিক উন্নয়নের জন্য একটি সততানির্ভর প্রশাসন এবং আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষাব্যবস্থা গড়ে তোলা জরুরি। আমরা শাবিপ্রবিকে একটি টিচিং অ্যান্ড রিসার্চ ইউনিভার্সিটিতে রূপান্তরের লক্ষ্য নিয়ে কাজ করছি। এজন্য সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।’

Md Abu Bakar Siddique:
X

Headline

You can control the ways in which we improve and personalize your experience. Please choose whether you wish to allow the following:

Privacy Settings