X

শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্যগ্রহণ আজ, ট্রাইব্যুনালে হাজির মামুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্যগ্রহণ হবে। রবিবার (৩ আগস্ট) এ উপলক্ষে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।একইসঙ্গে আনুষ্ঠানিক বিচার শুরু হওয়ায় তার বিরুদ্ধে সব অপরাধের অভিযোগ সম্বলিত সূচনা বক্তব্য তুলে ধরবেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর এম এইচ তামিম এই তথ্য নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, আদালতের অনুমতি পেলে বিচারকাজ সরাসরি সম্প্রচার করা হবে বিটিভিসহ বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে।

জুলাই আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলা এটি। এতে শেখ হাসিনা ছাড়াও আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এর মধ্যে চৌধুরী মামুনকে রাজসাক্ষী হিসেবে গ্রহণ করেছে আদালত। মোট ৮১ জন সাক্ষী থাকলেও গুরুত্বপূর্ণ ২৫ থেকে ৩০ জনকে হাজির করা হবে ট্রাইব্যুনালে।

মামলায় প্রধান নির্দেশ দাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে মারণাস্ত্র ব্যবহার করে হত্যার নির্দেশ, উস্কানি ও প্ররোচনা, আবু সাঈদ হত্যা, চাঁনখারপুলে ছয়জনকে হত্যা ও আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মোট ৫টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।

Md Abu Bakar Siddique:
X

Headline

You can control the ways in which we improve and personalize your experience. Please choose whether you wish to allow the following:

Privacy Settings