রাজধানীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এ. কে. স্কুল এন্ড কলেজ এর মূল ক্যাম্পাসে ২ দিন ব্যাপি বিজ্ঞান মেলা, “ফার্স্ট একেএসসি ইন্ট্রা টেক ফেস্ট-২০২৫”
এর সমাপণী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
এ মেলা ১৫ আগস্ট শুরু হয়ে শেষ হয় ১৬ আগস্ট শনিবার। এ. কে. স্কুল এন্ড কলেজ সাইন্স ক্লাবের উদ্যোগে কিডজানা ক্রিয়েটিভ সেন্টারের সহযোগিতায় অনুষ্ঠিত হয় কার্নিভাল। প্রতিবছরের মতই শিশুদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে। প্রযুক্তি নির্ভর এবং আধুনিক বিশ্বে উদ্ভাবনী শক্তি বাড়িয়ে তুলতে ও শিশুদের মেধার বিকাশ ঘটাতে এবারের আয়োজন আরো গবেষণার ধর্মী।
একেএসসি সাইন্স ক্লাবের এই আয়োজনে সারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১০০০ শিক্ষার্থী এ কার্নিভালে প্রজেক্ট ডিসপ্লে, ওয়াল ম্যাগাজিন, ম্যাথ অলিম্পিয়াড ও সাইন্স অলিম্পিয়াড সহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে।
বিজ্ঞান মেলার অন্যতম মিডিয়া পার্টনার ছিল দেশের জনপ্রিয় পত্রিকা “দৈনিক পত্রিকার পাতা” ।