X

সংগীতশিল্পী দীপ আর নেই

জনপ্রিয় ব্যান্ড ‘রাস্টফ’-এর প্রধান ভোকালিস্ট আহরার মাসুদ দীপ আর নেই। সোমবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টায় ‘রাস্টফ’ ব্যান্ডের অফিশিয়াল ফেসবুক পেজে দীপের মৃত্যুর খবর জানানো হয়। তবে তার মৃত্যুর সঠিক কারণ এখনো প্রকাশ করা হয়নি।

ব্যান্ডের পক্ষ থেকে এক শোকবার্তায় বলা হয়,”এমন এক বেদনাদায়ক মুহূর্তে সঠিক শব্দ খুঁজে পাওয়া বা কোনো শব্দ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। প্রিয় ভোকালিস্ট, বন্ধু ও সহযাত্রী আহরার ‘দীপ’ মাসুদের মৃত্যুসংবাদ আমাদের স্তম্ভিত করেছে। আমরা শোকে ভেঙে পড়েছি, এখনো অবিশ্বাসের ভেতর ডুবে আছি।”

তারা আরও লেখে, “তার পরিবার, বন্ধু ও প্রিয়জনদের প্রতি আমাদের অন্তরের সমবেদনা ও প্রার্থনা। দীপ শুধু একজন গায়ক নন, তিনি ছিলেন আমাদের জীবনের অংশ, যার প্রতিভা এবং মানবিকতা আমাদের হৃদয়ে চিরজাগরুক থাকবে। এই কঠিন সময়ে সবার কাছে অনুরোধ, দয়া করে তার পরিবারের ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন এবং দীপের আত্মার শান্তি কামনা করুন। শান্তিতে ঘুমাও, দীপ। তোমার শূন্যতা চিরকাল অনুভব করব।”

দীপের মৃত্যুতে শোক প্রকাশ করেছে জনপ্রিয় ব্যান্ড ‘পাওয়ারসার্চ’-ও। তারা তাদের ফেসবুক পেজে লেখে,’কিছুক্ষণ আগে আমরা হারিয়েছি আমাদের প্রিয় ভাই, ঘনিষ্ঠ বন্ধু এবং এক সত্যিকারের শিল্পীকে। এক্লিপস, কার্ল, ক্যালিপসো এবং সবশেষে রাস্টফ ব্যান্ডের অবিস্মরণীয় কণ্ঠ আহরার মাসুদ দীপ আমাদের মাঝে আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

‘পাওয়ারসার্চ’ আরও জানায়,’২০০৪ সাল থেকে দীপ ছিলেন আমাদের যাত্রার এক অঙ্গ। স্টেজ শেয়ার, হাসি-মজার মুহূর্ত সবকিছুই আজ স্মৃতির অংশ হয়ে গেল। তার গায়কিতে যেমন ছিল উচ্চ দক্ষতা, তেমনি আচরণেও তিনি ছিলেন মুগ্ধকর। বিশেষ করে ২০০৭ সালের ‘ড্রকস্টার্স’-এর স্মৃতি আজ আরও গভীর হয়ে উঠেছে। সেই সময় এক্লিপস ব্যান্ডের হয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন দীপ, আর আমরা ছিলাম তার প্রতিদ্বন্দ্বী। কিন্তু সেসব পেরিয়ে আমরা ছিলাম সহযাত্রী।’

শোকবার্তার শেষে লেখা হয়,’আহরার মাসুদ দীপ শুধু একজন ভোকালিস্ট ছিলেন না, তিনি ছিলেন সৃজনশীলতা, শক্তি ও আবেগের প্রতীক। তার অনুপ্রেরণাদায়ী জীবন ও শিল্পচর্চা আমাদের মাঝে চিরজীবী হয়ে থাকবে।’

Categories: বিনোদন
Md Abu Bakar Siddique:
X

Headline

You can control the ways in which we improve and personalize your experience. Please choose whether you wish to allow the following:

Privacy Settings