X

সব উইন্ডোজ কম্পিউটারে এআই যুক্ত করার পথে মাইক্রোসফট

সব উইন্ডোজ কম্পিউটারে এআই যুক্ত করার পথে মাইক্রোসফট

মাইক্রোসফট উইন্ডোজ কম্পিউটারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি যুক্ত করতে বড় ধরনের পরিবর্তন আনছে। পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের শেষ নাগাদ ডেস্কটপ কম্পিউটারেও চালু করা হবে মাইক্রোসফটের তৈরি এআই চ্যাটবট ‘কোপাইলট’।
​​​​​​
এখন শুধু কিছু ল্যাপটপেই কোপাইলট ব্যবহার করা যায়। তবে এবার ডেস্কটপ ব্যবহারকারীরাও এটি ব্যবহারের সুযোগ পাবেন। এতে করে অনেকেই কম খরচে এআই সুবিধা নিতে পারবেন।

বিশেষজ্ঞদের ধারণা, উইন্ডোজ ১০–এর কারিগরি সহায়তা ২০২৫ সালের অক্টোবরের পর বন্ধ হয়ে যাবে। তাই মানুষকে উইন্ডোজ ১১ ব্যবহারে উৎসাহ দিতে সফটওয়্যার ও হার্ডওয়্যারে নতুনত্ব আনছে মাইক্রোসফট।

এখন বাজারে কোপাইলট সমর্থিত কিছু ল্যাপটপ আছে, যেমন স্ন্যাপড্রাগন এক্স ও এএমডি প্রসেসরের ল্যাপটপ। তবে এগুলোর দাম বেশি হওয়ায় অনেকেই কিনতে পারেন না।

এই উদ্যোগ সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রসেসর নির্মাতা ইন্টেল। প্রতিষ্ঠানটি ইতিমধ্যে এনপিইউ (নিউরাল প্রসেসিং ইউনিট) যুক্ত প্রসেসর বাজারে এনেছে। যদিও তা এখনো কোপাইলট চালাতে সক্ষম নয়।

তবে ইন্টেল ‘অ্যারো লেক’ নামে নতুন একটি উন্নত প্রসেসর নিয়ে কাজ করছে। এতে থাকবে শক্তিশালী এনপিইউ, যা দিয়ে ডেস্কটপে কোপাইলট চালানো সম্ভব হবে।

মাইক্রোসফট এখন কোপাইলটকে অন্যতম গুরুত্বপূর্ণ পণ্য হিসেবে দেখছে। বিভিন্ন প্রযুক্তি সম্মেলনেও তারা এ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলেছে।

তবে এখনো কোপাইলটযুক্ত ল্যাপটপগুলো অনেক ব্যবহারকারীর চাহিদা পূরণ করতে পারছে না। দাম বেশি হওয়ায় সাধারণ মানুষ তা কিনতে পারছেন না। তাই ডেস্কটপে কোপাইলট চালু করে আরও বেশি মানুষকে এ সুবিধার আওতায় আনতে চায় মাইক্রোসফট।

Md Abu Bakar Siddique:
X

Headline

You can control the ways in which we improve and personalize your experience. Please choose whether you wish to allow the following:

Privacy Settings