পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ৩রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

সব এআই মডেল উন্মুক্ত নাও থাকতে পারে: জাকারবার্গ

Md Abu Bakar Siddique
জুলাই ৩১, ২০২৫ ১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিয়ে কাজের অগ্রগতি জানাতে একটি চিঠি প্রকাশ করেছেন মেটার সিইও মার্ক জুকারবার্গ। বুধবার (৩০ জুলাই) প্রকাশিত ওই চিঠিতে উঠে এসেছে গুরুত্বপূর্ণ একটি বার্তা- ভবিষ্যতে মেটার সব এআই মডেল উন্মুক্ত নাও থাকতে পারে।

চিঠিতে জাকারবার্গ বলেন, ‘সুপারইন্টেলিজেন্স সবার জন্য উন্মুক্ত থাকা উচিত। তবে এর সঙ্গে জড়িত রয়েছে নতুন ধরনের নিরাপত্তা ঝুঁকি। তাই কোন মডেল ওপেন সোর্স থাকবে আর কোনটি থাকবে না, সেটা সাবধানতার সঙ্গে বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হবে।’

এই বক্তব্য মেটার আগের অবস্থানের সঙ্গে খানিকটা ভিন্ন। এতদিন এলএএমএ (LLaMA) সিরিজের মতো মেটার এআই মডেলগুলোকে ওপেন সোর্স রাখার ওপর গুরুত্ব দিত প্রতিষ্ঠানটি। তবে এবার স্পষ্ট ইঙ্গিত মিলেছে যে, মেটা ভবিষ্যতে আরও উন্নত বা ঝুঁকিপূর্ণ মডেলগুলো ক্লোজড রাখার দিকেই ঝুঁকতে পারে।

২০২৫ সালের জুনে মেটা কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা (Artificial General Intelligence – AGI) নিয়ে বড় পরিকল্পনার ঘোষণা দেয়। এই লক্ষ্যে তারা প্রায় ১৪.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করে গঠন করেছে নতুন ইউনিট Meta Superintelligence Labs। এই ইউনিটের অধীনেই তৈরি হচ্ছে উন্নত ক্লোজড এআই মডেল। পরীক্ষামূলকভাবে তৈরি হওয়া ‘Behemoth’ নামের মডেলটির ওপেন টেস্ট ইতোমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে।

চিঠিতে জুকারবার্গ আরও জানান, ভবিষ্যতের এআই হবে আরও ব্যক্তিকেন্দ্রিক। স্মার্ট গ্লাস, ভিআর হেডসেটের মতো ডিভাইসের মাধ্যমে ব্যবহারকারীর সঙ্গে সারাক্ষণ থাকবে এবং বুঝে নিতে পারবে সে কী চায় বা কী করছে।

তবে মেটার একজন মুখপাত্র জানিয়েছেন, প্রতিষ্ঠানটি এখনো ওপেন সোর্স এআই নীতিতে অটল রয়েছে। তার ভাষায়, ‘আমরা শক্তিশালী ওপেন মডেল তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে ক্লোজড মডেল নিয়েও কাজ চলবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।