সিটি ব্যাংক সম্প্রতি নতুন ডিজিটাল ট্রেড প্লাটফর্ম সিটি ইমপেক্স উদ্বোধন করেছে। গ্রাহকের ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সুবিধাজনক অনলাইন ট্রেড ব্যাংকিংয়ের লক্ষ্যে নতুন এই ডিজিটাল প্লাটফর্ম চালু করলো আধুনিক এই ব্যাংকটি। এখন থেকে ব্যাংকে না এসে গ্রাহকগণ দেশে ও বিদেশে যেকোনো জায়গা থেকে, যেকোনো সময়ে সিটি ইমপেক্স ব্যবহার করে ব্যাংকের ট্রেড (আমদানি ও রপ্তানি) পরিসেবা নিতে পারবেন।
সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে সিটি ইমপেক্স উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান আজিজ আল কায়সার, চেয়ারম্যান হোসেন খালেদ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ট্রেড সার্ভিস ডিভিশন প্রধান ফারুক আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হোলসেল ব্যাংক প্রধান মেসবাউল আসীফ সিদ্দিকীসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বাংকের গুরুত্বপূর্ণ একাধিক গ্রাহক উপস্থিত ছিলেন।
সিটি ইমপেক্স ব্যাবহার করে গ্রাহকগণ তাদের নিজস্ব অফিস থেকে সব ধরনের ট্রানজেকশন রিপোর্ট, আমদানি-রপ্তানি আদেশ, লেনদেনের ভাউচার, সুইফট মেসেজ, রিয়েল টাইম ট্রানজেকশন আ্যালার্ট, লিমিট পর্যবেক্ষণ সহ ট্রেড ব্যাংকিয়ের সকল সুবিধা পাবেন।