বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের চার পদের লিখিত পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যু প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেতু কর্তৃপক্ষের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল), সহকারী প্রোগ্রামার ও অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদের লিখিত পরীক্ষা ১২ জুলাই অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। ইডেন মহিলা কলেজে পরীক্ষা নেওয়া হবে।
প্রার্থীদের প্রবেশপত্রে উল্লেখিত শর্ত মেনে পরীক্ষা কেন্দ্রে নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগে আবশ্যিকভাবে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ওয়েবসাইটের (www.bba.gov.bd) ই-রিক্রুটমেন্ট সিস্টেম থেকে নতুনভাবে প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট করে পরীক্ষা কেন্দ্রে আসতে হবে।
লিখিত পরীক্ষার বিস্তারিত সময়সূচি দেখা যাবে এই লিংকে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।