পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ৩রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানববন্ধন

Md Abu Bakar Siddique
আগস্ট ৭, ২০২৫ ৫:১৮ অপরাহ্ণ
Link Copied!

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) দ্রুত অনুমোদনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় আয়োজিত এই মানববন্ধনে শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধন থেকে শিক্ষার্থীরা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন—এই সময়ের মধ্যে ডিপিপি অনুমোদনের বিষয়ে ইতিবাচক পদক্ষেপ না এলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সড়ক যোগাযোগ বন্ধ করে দেওয়া হবে।

মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষার্থী মিজানুর রহমান মিলন, হৃদয় সরকার, জাকারিয়া, সমুদ্র, মেরাজ, হাসান প্রমুখ।

এর আগে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা আধাবেলা প্রশাসনিক কর্মবিরতি দিয়ে ঢাকা-পাবনা মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করেন।

শিক্ষক-শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রতিষ্ঠার নয় বছর পেরিয়ে গেলেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি অনুমোদন না হওয়ায় চরম হতাশায় রয়েছেন সংশ্লিষ্ট সকলে। তাদের দাবি, এতদিনেও মাত্র ৫১৯ কোটি ১৫ লাখ টাকার ডিপিপি অনুমোদনের কার্যক্রম আটকে থাকা অনাকাঙ্ক্ষিত।

তারা আরও জানান, গত ২৬ জুলাই ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস’ উপলক্ষে কোনো আনুষ্ঠানিকতা পালন না করে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা ডিপিপি অনুমোদনের দাবিতে প্রতীকী বর্জন কর্মসূচি পালন করেছেন।

সংশ্লিষ্টরা প্রশ্ন তুলেছেন—সরকারের পক্ষ থেকে ৮ বার ডিপিপি সংশোধনের পরও কেন এটি এখনো অনুমোদন পাচ্ছে না? সব শর্ত পূরণের পরও প্রকল্প অনুমোদন না পাওয়ায় শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সবাই ক্ষুব্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।