X

হজ শেষে দেশে ফিরেছেন ৮০ হাজার ৫০০ বাংলাদেশি হাজি

হজ শেষে দেশে ফিরেছেন ৮০ হাজার ৫০০ বাংলাদেশি হাজি

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৮০ হাজার ৫০০ জন বাংলাদেশি হাজি। বুধবার ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।

হজযাত্রীদের মধ্যে ৫ হাজার ৮৭ জন সরকারিভাবে এবং ৭৫ হাজার ৪১৩ জন বেসরকারিভাবে দেশে ফিরেছেন। হজ যাত্রী পরিবহনে অংশ নিয়েছে তিনটি বিমান সংস্থা—বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস।

হজযাত্রীদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফিরিয়ে এনেছে ৩৫ হাজার ৪৩৭ জন, সৌদি এয়ারলাইন্স ২৭ হাজার ৮১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১১ হাজার ৬৯০ জন। এছাড়া অন্যান্য এয়ারলাইন্সে ফিরেছেন আরও ৬ হাজার ২৯২ জন হাজি।

এ পর্যন্ত হজ শেষে দেশে ফেরত আনতে ২১০টি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০২টি, সৌদি এয়ারলাইন্স ৭৫টি এবং ফ্লাইনাস ৩৩টি ফিরতি ফ্লাইট পরিচালনা করেছে।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্যমতে, এ বছর হজ পালন করতে গিয়ে ৪৪ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৩ জন পুরুষ এবং ১১ জন নারী।

উল্লেখ্য, এ বছরের হজযাত্রা শুরু হয় ২৯ এপ্রিল এবং শেষ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়ে ৩১ মে। পবিত্র হজ অনুষ্ঠিত হয় ৫ জুন। ফিরতি হজ ফ্লাইট চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।

Categories: ধর্ম
Md Abu Bakar Siddique:
X

Headline

You can control the ways in which we improve and personalize your experience. Please choose whether you wish to allow the following:

Privacy Settings