X

হাসিনা আনছারের হাত ধরে ‘সাগরের স্বাদ’ এখন শহরে: রাজধানীতে প্রথম এক্সক্লুসিভ সি ফুড ওয়ার্কশপ!

হাসিনা আনছারের হাত ধরে ‘সাগরের স্বাদ’ এখন শহরে রাজধানীতে প্রথম এক্সক্লুসিভ সি ফুড ওয়ার্কশপ!

ঢাকা, ২৪ জুলাই ২০২৫ রাজধানীর রান্নার জগতে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে ঐক্য এসএমই ফাউন্ডেশন। তাদের ব্যতিক্রমী আয়োজন ‘সি ফুড মেকিং ওয়ার্কশপ’ এবার সাগরের স্বাদ নিয়ে আসছে শহরের রান্নাঘরে। জনপ্রিয় রন্ধনশিল্পী ও মিডিয়া ব্যক্তিত্ব হাসিনা আনছার নাহার এই একদিনের এক্সক্লুসিভ ওয়ার্কশপ পরিচালনা করবেন।

আগামী ১ আগস্ট, শুক্রবার, মহাখালী নাবিস্কো সংলগ্ন ঐক্য এসএমই ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে এই বিশেষ আয়োজন, যা ইতিমধ্যেই সি ফুডপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।

এই ওয়ার্কশপে অংশগ্রহণকারীরা হাতে-কলমে শিখবেন সাতটি মুখরোচক ও সুস্বাদু সি ফুড রেসিপি। প্রতিটি রেসিপির সঙ্গে থাকছে প্রিন্টেড রেসিপি শিট, যা ঘরেই বারবার প্রস্তুত করার সুযোগ করে দেবে।

শেখানো হবে যেসব রেসিপি:

  • 🍤 সি ফুড ফ্রাইড রাইস

  • 🥗 ক্যালামারি রিং সালাদ

  • 🍜 সি ফুড রামেন স্যুপ

  • 🦞 লবস্টার গ্রিল

  • 🐟 ফিস অ্যান্ড চিপস উইথ লেমন বাটার সস

  • 🐠 লইট্টা ফ্রাই

  • 🦀 ক্রাব বাটার মাসালা

ওয়ার্কশপটি হবে ঐক্য এসএমই ট্রেনিং ইনস্টিটিউটের ৮ম প্রশিক্ষণ আয়োজন, যেখানে শেখানোর পাশাপাশি থাকবে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ। হাসিনা আনছারের অভিজ্ঞতা ও সৃজনশীল রন্ধনশৈলী ওয়ার্কশপে যোগ করবে এক নতুন মাত্রা।

আগ্রহীদের দ্রুত যোগাযোগ করতে বলা হয়েছে ঐক্য এসএমই ফাউন্ডেশনের অফিসে, মহাখালী নাবিস্কো বাসস্ট্যান্ড সংলগ্ন ঠিকানায়।

📅 তারিখ: ১ আগস্ট, শুক্রবার
📍 স্থান: ঐক্য এসএমই ট্রেনিং ইনস্টিটিউট, মহাখালী, নাবিস্কো সংলগ্ন

সি ফুডপ্রেমীরা, আপনি প্রস্তুত তো?
একদিনের এই ওয়ার্কশপ হতে পারে আপনার জন্য রান্না শেখার এক অনন্য অভিজ্ঞতা।

Md Abu Bakar Siddique:
X

Headline

You can control the ways in which we improve and personalize your experience. Please choose whether you wish to allow the following:

Privacy Settings