X

হোয়াটসঅ্যাপে ডিলিট হওয়া মেসেজ কীভাবে পড়বেন?

আমাদের দৈনন্দিন জীবনে যোগাযোগের ক্ষেত্রে বিরাট পরিবর্তন এনেছে হোয়াটসঅ্যাপ। এটি সারাবিশ্বে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। ছবি, দরকারি তথ্য ও অন্যান্য ডকুমেন্ট পাঠানো এখন আগের তুলনায় অনেক সহজ হয়ে গিয়েছে। কয়েক সেকেন্ডের মধ্যে ছবি, ভিডিও, কনট্যাক্ট ও লোকেশন সহজেই পাঠানো যায়। হোয়াটসঅ্যাপের মাধ্যমে কয়েক হাজার কিলোমিটার দূরে থাকা ব্যক্তি সহজেই অন্যের সঙ্গে কল বা ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করতে পারছেন।

এই অ্যাপে ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষায় একাধিক ফিচার রয়েছে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ফিচার হল ‘ডিলিট ফর এভরিওয়ান’। এই ফিচারের মাধ্যমে আপনি ভুল করে পাঠানো মেসেজ মুছে ফেলতে পারেন। একবার ডিলিট করলে, যাকে মেসেজ পাঠানো হয়েছে, তিনিও আর সেই মেসেজ পড়তে পারবেন না।

তবে ডিলিট করা সেই মেসেজও কিছু সময়ের জন্য দেখা যেতে পারে! শুনতে বিস্ময়কর মনে হলেও হ্যাঁ এটি সত্যি। মেসেজ ডিলিট হয়ে গেলেও, ফোনে তার একটা ছাপ থেকে যায়। অনেকেই জানেন না, সেই ডিলিট হওয়া মেসেজ কীভাবে পড়া যায়।

বর্তমানে বাজারে অনেক থার্ড পার্টি অ্যাপ রয়েছে, যেগুলোর মাধ্যমে এই কাজটি করা সম্ভব, তবে সেগুলো ব্যবহারে আপনার ব্যক্তিগত তথ্য চুরি হওয়ার সম্ভাবনা থাকে। তাই এমন একটি পদ্ধতি রয়েছে, যাতে আপনি কোনো অ্যাপ ছাড়াই হোয়াটসঅ্যাপের ডিলিট করা মেসেজ পড়তে পারবেন এবং আপনার নিরাপত্তার ঝুঁকিও থাকবে না।

এই পদ্ধতিটি শুধু অ্যান্ড্রয়েড ১১ বা তার পরবর্তী ভার্সনের ফোনে কার্যকর হবে। তাই প্রথমে দেখে নিন আপনার ফোনটি আপডেটেড কি না। চলুন জেনে নিই কিভাবে সেটি চালু করবেন-

-প্রথমে আপনার ফোনের সেটিংসে যান
-তারপর নোটিফিকেশনস অপশনে যান
-এরপর মোর সেটিংসে ক্লিক করতে হবে
-সেখান থেকে নোটিফিকেশন হিস্টোরি অপশনটি চালু (অন) করে দিন।

একবার এটি চালু করলে ফোনে আসা সব মেসেজের একটি হিস্টোরি দেখতে পারবেন, যার মধ্যে হোয়াটসঅ্যাপের ডিলিট করা মেসেজও থাকবে। তবে এই পদ্ধতিতে শুধু টেক্সট মেসেজই দেখা যাবে। ছবি, ভিডিও বা অডিও মেসেজ দেখা যাবে না।

Md Abu Bakar Siddique:
X

Headline

You can control the ways in which we improve and personalize your experience. Please choose whether you wish to allow the following:

Privacy Settings