১১ জুলাই, সন্ধ্যার মৃদঙ্গ সংগীত পরিবেশনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় মুখ শায়কা ইমাম শান্তা। ঐতিহ্যবাহী মার্গময় সুরে মুগ্ধ হলেন শ্রোতা—তার আবেগময় কণ্ঠ ও সঙ্গীতপ্রেমীদের উদ্দীপনায় রঞ্জিত হলো পরিবেশনা।
সুন্দর এক মুহূর্ত ছিল, যেখানে শিল্পী মৃদঙ্গ মঞ্চে নিজস্ব ছাপ রেখেছেন।