X

১৯ ধাপ এগিয়ে বিশ্বের ৪০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৫৭তম উত্তরা ইউনিভার্সিটি

১৯ ধাপ এগিয়ে বিশ্বের ৪০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৫৭তম উত্তরা ইউনিভার্সিটি

সম্প্রতি প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিং ফর ইনোভেশন (উরি) ২০২৫ এর প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ৪০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের তালিকায় এ ২৫৭তম স্থান অর্জন করেছে উত্তরা ইউনিভার্সিটি। ২০২৪ সালে উক্ত র‌্যাংকিংয়ে উত্তরা ইউনিভার্সিটির অবস্থান ছিলো ২৭৬তম, ১৯ ধাপ এগিয়ে চলতি বছর অর্জন করেছে ২৫৭তম স্থান। এ অর্জন বিশ্ববিদ্যালয়ের বাস্তবভিত্তিক প্রভাব, প্রগতিশীল শিক্ষাব্যবস্থা ও রূপান্তরমূলক উদ্ভাবনের প্রতি অঙ্গীকারের উজ্জ্বল প্রতিফলন বলে মন্তব্য করেন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।
ডটজও র‍্যাংকিং এমন একটি আন্তর্জাতিক মানদণ্ড, যা সৃজনশীলতা, উদ্ভাবন ও সামাজিক অবদানের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান নির্ধারণ করে যা প্রচলিত একাডেমিক সূচকের বাইরে। সামগ্রিকভাবে গ্লোবাল র‍্যাংকিং ছাড়াও, উত্তরা ইউনিভার্সিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ ৩টি বিভাগে শীর্ষস্থান অর্জন করেছে। অবকাঠামো উন্নয়ন ও প্রযুক্তি বিভাগে বিশ্বে ১ম স্থান, বিশ্ববিদ্যালয় ব্র্যান্ড ও সুনাম বিভাগে ৯ম স্থান এবং এসডিজি-ভিত্তিক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্বে ১০ম স্থান অর্জন করেছে উত্তরা ইউনিভার্সিটি।
এ স্বীকৃতিগুলো উত্তরা ইউনিভার্সিটির আন্তর্জাতিক অবস্থানকে আরো সুদৃঢ় করে এবং একটি আধুনিক, টেকসই ও প্রযুক্তিনির্ভর শিক্ষাপরিবেশ গঠনে এর ধারাবাহিক ভূমিকা পালন করবে। এ অসামান্য অর্জনের জন্য উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা ও ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. গৌর গোবিন্দ গোস্বামী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা বলেন, “এই গ্লোবাল স্বীকৃতি শুধু উত্তরা ইউনিভার্সিটির গর্ব নয়, উচ্চশিক্ষার উদ্ভাবনী নির্দশন, এটি বাংলাদেশেরও গর্ব। শিক্ষক ও শিক্ষার্থী সকলে মিলে আমাদের আন্তর্জাতিক অবস্থানকে আরো শক্তিশালী করতে হবে।”
বৈশ্বিক এই অবস্থান উত্তরা ইউনিভার্সিটিকে একটি অগ্রগামী ও দূরদৃষ্টিসম্পন্ন প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এ প্রতিষ্ঠান গুণগত শিক্ষা, সামাজিক দায়িত্ব এবং বৈশ্বিক প্রাসঙ্গিকতার ধারক ও বাহক। এ বিশ্ববিদ্যালয় আগামী দিনগুলোতেও উদ্ভাবন ও উন্নয়নের পথে এগিয়ে যাবে, যা দেশ, সমাজ ও শিক্ষার্থীকে ক্ষমতায়নের লক্ষ্যে নিরন্তর কাজ করবে এমনটি জানান ইউনিভার্সিটির শিক্ষকবৃন্দ।

Md Abu Bakar Siddique:
X

Headline

You can control the ways in which we improve and personalize your experience. Please choose whether you wish to allow the following:

Privacy Settings