X

২০২৫ সালে দ্বিতীয় ব্যাচের মোনাশ শিক্ষার্থীদের জন্য ইউসিবিডি’র ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

২০২৫ সালে দ্বিতীয় ব্যাচের মোনাশ শিক্ষার্থীদের জন্য ইউসিবিডি’র ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

বাংলাদেশে অস্ট্রেলিয়ার মোনাশ কলেজের একমাত্র অংশীদার ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি) মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ার (এমিউএফওয়াই) প্রোগ্রামের ওরিয়েন্টেশন সম্পন্ন করেছে। এর মাধ্যমে চলতি বছর ইউসিবিডি’র মোনাশ শিক্ষার্থীদের দ্বিতীয় ব্যাচের যাত্রা শুরু হয়। মোনাশ ফউন্ডেশন ইয়ার প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা অস্ট্রেলিয়া কিংবা মালয়েশিয়ার মোনাশ ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষা গ্রহণের নিশ্চিত সুযোগ লাভ করে।

ইউসিবিডির অ্যাকাডেমিক অ্যাফেয়ার্সের ডিন ও মোনাশ ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থী অধ্যাপক মুহাম্মদ ইসমাইল হোসেনের স্বাগত বক্তব্যের মাধ্যমে ওরিয়েন্টশন অনুষ্ঠান শুরু হয়। এরপর ইউসিবিডির প্রেসিডেন্ট এবং প্রভোস্ট শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

তিনি বলেন, “ঢাকায় ইউসিবিডির এমিউএফওয়াই এর ফলাফল বিশ্বসেরা, এমনকি অস্ট্রেলিয়ার মোনাশের থেকেও ভালো। যারা এই প্রোগ্রাম সফলভাবে শেষ করতে পারে, তারা প্রত্যেকেই নিশ্চিতভাবে বিশ্বের শীর্ষ ৪০ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায়। আর আমাদের সকল শিক্ষার্থীই সফলতার সাথে উত্তীর্ণ হয়। এ কারণেই আমাদের এখানে ভর্তির সংখ্যা দিন দিন বাড়ছে এবং বাংলাদেশের আরও অনেক শিক্ষার্থী বিশ্বমানের শিক্ষার্জনের স্বপ্নপুরণে ইউসিবিডি-তে ।”

এ প্রোগ্রামটি সম্পর্কে মোনাশ ইউনিভার্সিটির অ্যাডমিশন অ্যান্ড কমিউনিকেশন বিভাগের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রিক্রুটমেন্টের (আইএসআর) বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ আজরা করিম বলেন, “এ ফাউন্ডেশন ইয়ার প্রোগ্রামে ভর্তি হওয়ার প্রথম দিন থেকেই প্রত্যেক শিক্ষার্থী মোনাশের গ্লোবাল কমিউনিটির অংশ হয়ে যায়। পূর্ণ অ্যাকাডেমিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ থেকেই উচ্চশিক্ষার এই যাত্রা শুরু করা যেকোনো শিক্ষার্থীর জন্যই এটি একটি দুর্দান্ত সুযোগ।”

এমইউএফওয়াই প্রোগ্রামের সিনিয়র লেকচারার ও কো-অর্ডিনেটর আমব্রিন জামান অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রোগ্রামটি সম্পর্কে একটি বিস্তারিত ধারণা দেন। তিনি মোনাশ কারিকুলামে গতানুগতিক বড় আকারের ফাইনাল পরীক্ষার বদলে যে ধারাবাহিক মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করা হয়, তা ব্যাখ্যা করেন। এছাড়াও, ইউসিবিডির অন্যান্য অ্যাকাডেমিক ও সাপোর্ট টিমের সদস্যেরা এমইউএফওয়াই প্রোগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রোগ্রামে ব্যবহৃত অনলাইন সিস্টেম ও পড়াশোনার ক্ষেত্রে কাজে দিবে এমন উপকরণ সমূহ কীভাবে সহজে পেতে পারে, তা নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন।

প্রফেসর হিউ গিল এবং প্যারেন্ট এনগেজমেন্ট এক্সিকিউটিভ সামিয়া সালাম অভিভাবকদের জন্য একটি বিশেষ ব্রিফিং সেশন পরিচালনা করেন। অভিভাবকেরা কীভাবে তাদের সন্তানদের উচ্চশিক্ষার সহায়তা করতে পারেন, তা নিয়ে সেশনে আলোচনা করেন তিনি। এছাড়াও, এমইউএফওয়াই শেষ করার পরে অনেকগুলো আন্তর্জাতিক বিষয়ের মধ্য থেকে উচ্চশিক্ষা অর্জনে সঠিক ডিগ্রিটি বেছে নেয়ার মত গুরুত্বপূর্ণ বিষয়েও আলোকপাত করেন তিনি।

ইউসিবিডি বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় অনুমোদিত প্রথম আন্তর্জাতিক শিক্ষাপ্রতিষ্ঠান এবং অস্ট্রেলিয়ার মোনাশ কলেজের একমাত্র অনুমোদিত অংশীদার। এখানকার শিক্ষার্থীরা ও/ এএস/এ/এ/এইচএসসি লেভেল শেষ করে মোনাশ ইউনিভার্সিটি, লন্ডন স্কুল অব ইকোনমিকস (ইউনিভার্সিটি অব লন্ডন) ও ইউনিভার্সিটি অব ল্যাঙ্কাশায়ারসহ বিশ্বের অন্যান্য শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে তাদের উচ্চশিক্ষার যাত্রা ইউসিবিডি থেকে বাংলাদেশে বসেই শুরু করতে পারেন।
উল্লেখ্য, ইউসিবিডির গুলশান ক্যাম্পাসে রয়েছে দেশে থেকেই আন্তর্জাতিক ডিগ্রি অর্জনের সুযোগ, তবে খরচ হবে দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সামঞ্জস্য রেখেই।

Md Abu Bakar Siddique:
X

Headline

You can control the ways in which we improve and personalize your experience. Please choose whether you wish to allow the following:

Privacy Settings