X

৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা: গুরুত্বপূর্ণ নির্দেশনা ও নির্দেশাবলি

৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা: গুরুত্বপূর্ণ নির্দেশনা ও নির্দেশাবলি

ঢাকা, ৯ জুলাই ২০২৫: ৪৬তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ২৪ জুলাই থেকে শুরু হয়ে চলবে ৩ আগস্ট পর্যন্ত। পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) পরীক্ষার্থীদের জন্য চারটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে।

নিষিদ্ধ সামগ্রীসহ প্রবেশ করলে প্রার্থিতা বাতিল:
পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার হলে বই, ঘড়ি, মুঠোফোন, অলংকার এবং যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো পরীক্ষার্থীর কাছে এসব নিষিদ্ধ সামগ্রী পাওয়া যায়, তবে তার প্রার্থিতা বাতিল করা হবে এবং ভবিষ্যতে পিএসসির সব নিয়োগ পরীক্ষায় তিনি অযোগ্য বিবেচিত হবেন।

লিখিত পরীক্ষায় যেসব নির্দেশনা মানা বাধ্যতামূলক:

১. নিষিদ্ধ সামগ্রী বহন নিষিদ্ধ:
পরীক্ষার হলে বইপুস্তক, ঘড়ি, মুঠোফোন, ক্যালকুলেটর, ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক/ক্রেডিট কার্ড সদৃশ যন্ত্র, গয়না, ব্রেসলেট ও ব্যাগ নিয়ে প্রবেশ করা যাবে না।

২. তল্লাশির মাধ্যমে হল প্রবেশ:
পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে প্রবেশপত্র যাচাই এবং মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হবে। এরপর পরীক্ষার্থীদের হলে প্রবেশ করতে দেওয়া হবে।

৩. এসএমএসের নির্দেশনা মেনে চলা:
নিষিদ্ধ সামগ্রী না আনতে পরীক্ষার্থীদের মুঠোফোনে আগেই এসএমএস পাঠানো হবে। ওই নির্দেশনা অবশ্যই অনুসরণ করতে হবে।

৪. কান খোলা রাখা বাধ্যতামূলক:
পরীক্ষার সময় কানের ওপর কোনো আবরণ রাখা যাবে না। কানে হিয়ারিং এইড ব্যবহারের প্রয়োজন হলে, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শপত্রসহ আগেই কমিশনের অনুমতি নিতে হবে।

লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত ২১ হাজার ৩৯৭ জন:
৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয় ২০২৪ সালের ৯ মে। প্রথমে ১০ হাজার ৬৩৮ জন প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। পরে সম্ভাব্য বৈষম্য দূর করতে আরও ১০ হাজার ৭৫৯ জনকে যুক্ত করে নতুন করে ফল প্রকাশ করা হয়। এতে মোট ২১ হাজার ৩৯৭ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান।

স্বাস্থ্য ও শিক্ষা ক্যাডারে সবচেয়ে বেশি নিয়োগ:
এই বিসিএসে মোট ৩ হাজার ১৪০টি পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সবচেয়ে বেশি ১ হাজার ৬৮২ জন সহকারী সার্জন এবং ১৬ জন সহকারী ডেন্টাল সার্জন নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এরপর শিক্ষা ক্যাডারে বিভিন্ন বিষয়ে ৫২০ জনকে নিয়োগ দেওয়া হবে।

Md Abu Bakar Siddique:
X

Headline

You can control the ways in which we improve and personalize your experience. Please choose whether you wish to allow the following:

Privacy Settings